Ayodhya Ram Temple: ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা। সেই অনুষ্ঠান ঘিরে এখন রামনগরীতে সাজ সাজ রব। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত দেশ-বিদেশের প্রায় সাত হাজার বিশিষ্টজন। বুধবার বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরবেন রাময়ণ। সেরকমই রামলালার প্রাণপ্রতিষ্ঠান দিনে সঙ্গীত পরিবেশন কররার কথা রয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুপারস্টার দক্ষিণী সঙ্গীত শিল্পী কে এস চিত্রার। ওই অনুষ্ঠানের আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন সঙ্গীত শিল্পী চিত্রা। তারপরই প্রাবল সমালোচনা ধেয়ে এসেছে এই সুপারস্টারের দিকে।
দিন দু'য়েক আগে ভিডিও বার্তায় ২২শে জানুয়ারী অযোধ্যায় রামমন্দিরে রামের প্রাণপ্রতিষ্ঠার মত পবিত্র অনুষ্ঠানের সময় দেশবাসীকে রামস্তোত্র পাঠ করার আহ্বান জানিয়েছিলেন চিত্রা। গায়িকা সকলকে 'শ্রী রাম, জয়া রাম, জয় জয়া রাম' মন্ত্রটি দুপুর ১২.২০ নাগাদ জপ করতে বলেছিলেন। এমনকী প্রধানমন্ত্রী মোদীর আবেদন মত ওইদিন সন্ধ্যায় ঘরে ঘরে পাঁচটি প্রদীর জ্বালানোরও আবেদন করেন তিনি। ৬০ বছর বয়সী শিল্পী সংস্কৃত স্তোত্র 'লোকা সমস্তা সুখিনো ভবন্তু' আবৃত্তি করে তাঁর বার্তা শেষ করেছিলেন। প্রার্থনা করেছিলেন যেন সর্বশক্তিমানের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হয়।
এরপরই সঙ্গীত শিল্পী কে এস চিত্রা নেডিজেনদের একাংশের সমালোচনার সম্মুখীন হন।কেন তিনি স্তোত্র পাঠ করতে বলবেন, সেই প্রশ্ন সোশাল মিডিয়ায় ছুড়ে দেওয়া হয়। অনেকেরই মনে হয়েছে যে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা এমন একটি ভিডিও বার্তা প্রদানের মাধ্যমে রাজনৈতিক পক্ষ নিয়েছেন।
আরও পড়ুন- Ayodhya: ‘জীবনের বৃত্ত সম্পূর্ণ হল’, অযোধ্যায় যাওয়ার আগে সাফ বললেন নিহত কলকাতার করসেবকদের বোন
অনেকেই আবার কে এস চিত্রার পক্ষে সোচ্চার হন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের দাবি, সঙ্গীত শিল্পীর নিজের মতামত প্রকাশের অধিকার এবং স্বাধীনতা রয়েছে।
আরও পড়ুন- Ayodhya: ভূ-ভারতে নেই, তাক লাগানো বিলাসবহুল হোটেল পেতে চলেছে রামজন্মভূমি অযোধ্যা
সঙ্গীত শিল্পী জি ভেনুগোপাল গায়িকা চিত্রাকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। দাবি করেছেন, কেরলের 'সুরসম্রাজ্ঞী'কে কটাক্ষ করে অনলাইনে নানা মন্তব্য তাঁকে অপমান এবং আঘাত করেছে, যা অত্যন্ত হতাশাজনক। একটি ফেসবুক পোস্টে, তিনি চিত্রাকে ক্ষমা করার জন্য সমালোচকদের অনুরোধ করেছেন।
কেরলের 'ভানাম্বদি' (নাইটিংগেল) নামে জনপ্রিয় কে এস চিত্রা বহু ভাষায় হাজার হাজার গান গেয়েছেন এবং একাধিক জাতীয় ও রাজ্য পুরস্কার জিতেছেন।
চিত্রার বিরুদ্ধে সাইবার আক্রমণের পর পরই নেটিজেনদের নিশানায় ছিলেন অভিনেতা শোভনা। তাঁকে ত্রিশুরে বিজেপি আয়োজিত মহিলাদের ক্ষমতায়ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চে ছিলেন তিনি। যার ফলে তাঁর প্রবল সমালোচনা হয়।