মেঘালয়ের সব বাঙালিকেই বাংলাদেশি বলে দাগিয়ে দিল খাসি ছাত্র সংগঠন(কেএসইউ)। ‘মেঘালয়ের সব বাঙালিরা বাংলাদেশি’ নামে ব্য়ানার টাঙিয়ে সোচ্চার হয়েছে ওই ছাত্র সংগঠন। এ ঘটনার প্রেক্ষিতে ওই সংগঠনকে ‘জঙ্গি সংগঠন’-এর তকমা দেওয়ার দাবি জানিয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্য়পাল তথা বিজেপি নেতা তথাগত রায়।
বুধবার সন্ধ্য়ায় অবশ্য় ওই ব্য়ানার সরিয়েছে পুলিশ। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে পুলিশের তরফে বলা হয়েছে, যাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে।
গত ফেব্রুয়ারিতে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ইছামতীতে সংশোধিত নাগরিকত্ব আইন ইস্য়ুতে গোলমালে একজনের মৃত্য়ু ঘিরে ঘটনার সূত্রপাত। তাঁদের সদস্য়ের মৃত্য়ুর ঘটনায় শোকপ্রকাশও করেছে ওই সংগঠনটি।
আরও পড়ুন: বাংলার মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে আমি দিল্লি নয় কলকাতায় আছি: মোদী
সম্প্রতি এনসিপিসিআর ও রাজ্য়পাল সত্য়পাল মালিককে কয়েকজন চিঠি লিখে অভিযোগ করেন যে ইছামতীতে স্থানীয়দের হাতে নির্যাতিত হচ্ছেন বাঙালিরা। এ ঘটনাকে ঘিরে বিক্ষোভ-আন্দোলন চলছে। তারপরই এ ধরনের ব্য়ানার দেওয়া হয়। এ ইস্য়ুতে সম্প্রতি কলকাতায় মেঘালয় হাউসে বিক্ষোভ প্রদর্শন চলে।
যদিও এনসিপিসিআরকে দেওয়া রিপোর্টে রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, ইছামতীর কোনও বাসিন্দার উপর নির্যাতনের ঘটনা ঘটেনি।
কেএসইউ প্রধান লাম্বক মার্নগার বলেন, ‘‘যাঁরা দেশকে বিভ্রান্ত করছেন ও ইছামতী ইস্য়ুতে ঘৃণা ছড়াতে চাইছেন, তাঁদের বার্তা দিতেই এই ব্য়ানার। যাঁরা শিলংয়ের বাসিন্দা বলে দাবি করেন অথচ কলকাতা ও অন্য়ান্য় জায়গায় থাকেন, তাঁরা মিথ্য়া কথা বলছেন যে খাসিরা অ-আদিবাসীদের টার্গেট করছেন’’।
মেঘালয়ের রাজ্য়পাল তথাগত রায় টুইটারে লিখেছেন, ‘‘মেঘালয়ের প্রাক্তন রাজ্য়পাল হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এইচএনএলসি-র মতো নিষিদ্ধ করা দরকার কেএসইউকে। এটা দেশবিরোধী সন্ত্রাসবাদী সংগঠন, ভারতীয় নাগরিকদের হুমকি দিচ্ছেন…’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে