এনডিএ অংশীদার কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ) রবিবার মণিপুরের এন বীরেন সিং সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। রাজ্যপাল আনুসুইয়া উইকে লেখা এক চিঠিতে কেপিএ সভাপতি টংম্যাং হাওকিপ মণিপুরে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে দলের সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছেন, সেখানে গত তিন মাস ধরে চলা জাতি-দাঙ্গায় ১৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন।
হাওকিপ তাঁর চিঠিতে লিখেছেন, 'বর্তমান অগ্নিসংযোগের বিষয়টি যত্ন সহকারে বিবেচনা করার পরে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর নেতৃত্বে মণিপুরের বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত আর থাকছে না। সেই অনুযায়ী, মণিপুর সরকারের প্রতি কেপিএর সমর্থন প্রত্যাহার করা হল।' চিঠিতে এমনটাই লিখেছেন হাওকিপ। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় কেপিএর দুই জন বিধায়ক আছেন। তাঁরা হলেন সাইকুলের বিধায়ক কিমনিও হাওকিপ হ্যাংশিং এবং সিংহাতের বিধায়ক চিনলুনথাং।
আরও পড়ুন- সরকারি অনুষ্ঠানে বিরোধীদের তোপ! অনাস্থা বিতর্কের দু’দিন আগে মোদীর মুখে ‘ভারত ছাড়ো’
মণিপুর বিধানসভায় বিজেপির ৩২ জন সদস্য আছেন। এনপিএফের আছে পাঁচ বিধায়ক। এছাড়াও আছেন তিন জন নির্দল বিধায়ক। বিরোধীদের মধ্যে এনপিপির রয়েছে সাত বিধায়ক, কংগ্রেসের পাঁচ জন এবং জেডি(ইউ)-এর ছয় বিধায়ক।