Advertisment

কুলভূষণকে আর কনসুলার অ্যাকসেস দেবে না পাকিস্তান

পাকিস্তানের অভিযোগ, ভারতের প্রাক্তন নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদব একজন গুপ্তচর। অন্যদিকে ভারতের দাবি, কুলভূষণ ইরানে নিজের ব্যবসা চালাতেন, সেখান থেকে তাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kulbhushan Jadhav, ICJ, Consular Access

অলংকরণ- ইন্ডিয়ান এক্সপ্রেস

পাকিস্তান বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর আধিকারিক কুলভূষণ যাদবের ব্যাপারে ভারতকে আর কনসুলার অ্যাকসেস দেবে না তারা। গোয়েন্দাবৃত্তি ও হিংসাত্মক কার্যকলাপের জন্য তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত।

Advertisment

২ সেপ্টেম্বর গত তিন বছরের মধ্যে কুলভূষণ যাদবকে প্রথমবার কনসুলার অ্যাকসেস দেওয়া হয়। ইসলামাবাদে ভারতের ভারপ্রাপত হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়া তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন, কুলভূষণ যাদব নিয়ে আন্তর্জাতিক আদালত, সময়রেখা

বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল বলেন, "কুলভূষণ যাদবকে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না।"

এই বিবৃতির প্রতিক্রিয়ায় ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, "আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় যাতে পুরোপুরি কার্যকর হয়, আমরা সে ব্যাপারে চেষ্টা করে যাব। কূটনৈতিক দৌত্যের মাধ্যমে আমরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে যাব।"



পাকিস্তানের অভিযোগ, ভারতের প্রাক্তন নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদব একজন গুপ্তচর। অন্যদিকে ভারতের দাবি, কুলভূষণ ইরানে নিজের ব্যবসা চালাতেন, সেখান থেকে তাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২ সেপ্টেম্বর ভিয়েনা কনভেনশন এবং আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় মেনে কুলভূষণের কনসুলার অ্যাকসেস দেয় পাকিস্তান। তাঁর সঙ্গে সাক্ষাতের পর নয়া দিল্লি জানায়, এই মামলায় পাকিস্তানের মিথ্যাকে সমর্থন করার জন্য ভয়াবহ রকমের চাপ দেওয়া হচ্ছে কুলভূষণের উপর।

এর আগে অগাস্টের গোড়ায়  একবার কুলভূষণের কনসুলার অ্যাকসেস দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু নির্ভয় ও চাপহীন পরিবেশে কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভারত।

Read the Full Story in English

pakistan
Advertisment