উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে হত্যার দায়ে ১০ বছরের কারাবাসের নির্দেশ কুলদীপ সিং সেঙ্গার সহ ৬ অভিযুক্তের। উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে হত্যার ঘটনায় গত সপ্তাহেই দোষী সাব্যস্ত করা হয়েছিল বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার-সহ ছয় জনকে। বহিষ্কৃত বিজেপি নেতা সেঙ্গার ছাড়াও একই শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় অভিযুক্ত কুলদীপের ভাই ও দুই পুলিশ কর্মীকে।
এর আগে উন্নাও ধর্ষণের দায়ে কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। গত বছরের ডিসেম্বর মাসে তাঁকে ওই সাজা দেওয়া হয়।
রায় ঘোষণার সময় জেলা জজ ধর্মেশ শর্মা জানান, 'কোনওভাবেই অস্বীকার করা যায় না যে এই ঘটনায় আইনের শাসন ভেঙে পড়েছিল। জনপ্রতিনিধি ও সরকারি কর্মী হওয়ায় সেঙ্গার, অশোক ভাদাউরিয়া ও কে পি সিংয়ের আইনের শাসন রক্ষা করাই কর্তব্য। কিন্তু, বাস্তব হল যে, নির্যাতিতার বাবাকে মারধর করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাতেই তাঁর মৃত্যু হয়। তাই এই মামলায় অভিযুক্তদের কোনও মতেই রেহাই দেওয়া যায়নি।'
আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডে সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড
কারাবাসের পাশাপাশি সেঙ্গার ও তার ভাই অতুল সিংকে ১০ লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত।
আদালতের রায় শোনার পর ১০ বছরের কারাবাসে দণ্ডিত অশোক ভাদাউরিয়া চেঁচিয়ে ক্ষমা ভিক্ষা করে। বলে, 'আমার সঙ্গে সেঙ্গারের কোনও যোগ ছিল না। আমি শুধু নিজের কর্তৃব্য পালন করেছিলাম। আমার বাচ্চাদের কী দোষ? এই নির্দেশ মৃত্যুর সমতুল্য। আমাকে দয়া করে ক্ষমা করুন।' বিচারক শর্মা জানান, 'সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে কঠিন। অপরাধ যখন করেছিলেন তখন আপনার স্ত্রী ও বাচ্চাদের কথা ভাবা উচিত ছিল।'
উন্নাওয়ের এই ধর্ষণকাণ্ড আন্তর্জাতিক খবরের শিরোনামে এসেছিল। নির্যাতিতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যা করতে গিয়েছিলেন। ঠিক তার পরের দিন অস্ত্র আইনে গ্রেফতার করা হয় নির্যাতিতার বাবাকে। জেলবন্দি অবস্থায় তাঁর ওপর চলে হামলা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন