Advertisment

কুলগমে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জঙ্গি নিহত

রবিবার ভোরবেলা কাশ্মীর উপত্যকার কুলগম এলাকার কেল্লাম দেবসারে যৌথবাহিনী অভিযান চালালে দু'পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ওই অঞ্চলে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর ছিল যৌথ বাহিনীর কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kulgam encounter

সাধারণ নাগরিক সহ নিরাপত্তাবাহিনীর কয়েকজন সেনার আহত হবার খবর রয়েছে

জম্মু কাশ্মীরের কুলগম জেলায় রবিবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ৫ জঙ্গি। দু'পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়িতে অন্ততপক্ষে আটজন নাগরিক জখম হয়েছেন। নিরাপত্তাবাহিনীর ৪ জন জওয়ানও আহত হয়েছেন সংঘর্ষে।

Advertisment

রবিবার ভোরবেলা কাশ্মীর উপত্যকার কুলগম এলাকার কেল্লাম দেবসারে যৌথবাহিনী অভিযান চালালে দু'পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ওই অঞ্চলে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর ছিল যৌথ বাহিনীর কাছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন, ছত্তিসগড়ে সংঘর্ষে নিহত ১০ মাওবাদী


জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ওই অঞ্চলে পৌঁছতেই দু'পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। তাতেই নিহত হন ৫ জঙ্গি।

আপাতত যৌথ বাহিনীর অভিযান শেষ হয়েছে। এই সপ্তাহের শুরুতেই কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে অপর একটি সংঘর্ষে নিহত হয়েছে লস্কর-ই-তইবা-র এক সদস্যের। সেখানেও ভারতীয় সেনা এবং পুলিশের যৌথ অভিযানে জঙ্গি এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে নিহত হয় ওই লস্কর-ই-তইবা সদস্য।

Read the full story in English

kashmir militants Terrorist
Advertisment