Advertisment

‘কুনো ন্যাশনাল পার্কে’ বাড়বে চিতার সংখ্যা, দক্ষিণ আফ্রিকা থেকে আজই আসছে আরও এক ডজন চিতা

আজই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মাটিতে আসতে চলেছে আরও ১২ টি চিতা।

author-image
IE Bangla Web Desk
New Update
cheetahs, cheetahs from south africa, Kuno national park, 12 cheetahs, MoU for cheetahs," />

বিলুপ্তির ৭০ বছর পর ফের ভারতের মাটিতে চিতা, নামিবিয়া থেকে বিশেষ চার্টার্ড বিমানে করে গত সেপ্টম্বরেই ভারতে এল আটটি চিতা। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে ৫০টি চিতা আনা হবে ভারতে, এর মধ্যেই বড় সুখবর, আজই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মাটিতে আসতে চলেছে আরও ১২ টি চিতা।

Advertisment

ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে চিতাদের আজই কুনো ন্যাশনাল পার্কে নিয়ে আসা হচ্ছে। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে চিতা সংরক্ষণের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। রিপোর্ট অনুযায়ী , দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা ভারতের উদ্দেশে রওনা হয়েছে এবং শনিবার চিতাগুলি ভারতে এসে পৌঁছাবে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ‘আমাদের পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতাকে ভারতে আনা হচ্ছে। ভারতীয় বায়ুসেনার গ্যালাক্সি গ্লোবমাস্টার C17-এ ১২টি চিতা দেশে আনা হচ্ছে। ১৯৫২ সালে ভারত সরকার চিতাদের বিলুপ্ত ঘোষণা করেছিল’। চিতা আনার ব্যাপারে এর আগে ইরান সরকারের সঙ্গেও ভারতের আলোচনা হয়েছে কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি।

আরও পড়ুন: < জ্যান্ত পুড়িয়ে খুন! পুলিশ ও বজরং দলের ভুমিকা নিয়েই প্রশ্ন, পরিবারের মারাত্মক অভিযোগ >

গত সেপ্টেম্বরেই নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে এসেছে মোদী সরকার। পাঁচ বছরে আরও ৫০টি চিতা আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ১২টি চিতার মধ্যে সাতটি পুরুষ এবং পাঁচটি মহিলা। চিতাগুলোকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হবে। দক্ষিণ আফ্রিকা থেকে চিতাগুলিকে কুনো ন্যাশনাল পার্কে আনার পরে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপরে তাদের এক মাসের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে।

সমস্ত চিতার গলায় রেডিও কলার লাগানো হবেও জানা গিয়েছে। পাশাপাশি স্যাটেলাইট অভসারভেশনে রাখা হবে চিতাগুলিকে। সূত্রের খবর, ১২টি দক্ষিণ আফ্রিকান চিতাকে ছয় মাসেরও বেশি সময় ধরে ‘বিচ্ছিন্ন’ করেই রাখা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে নামিবিয়া থেকে  ৮টি চিতা ভারতে আসে। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ১২ টি চিতা আনার বিষয়ে ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “১২টি চিতা আফ্রিকা ভারতে আসতে চলেছে, আগামী আট থেকে ১০ বছরের জন্য বার্ষিক আরও ১২টি চিতা হস্তান্তরের  পরিকল্পনা রয়েছে।”

Cheetah Kuno National Park
Advertisment