Advertisment

Kuwait building blaze: ঠাসাঠাসিতে দমবন্ধ হয়ে মৃত্যু? কুয়েত অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে এই ভারতীয় ব্যবসায়ী

কে জি আব্রাহাম কে? কুয়েতের অগ্নিকাণ্ডের সঙ্গে কী যোগ এই ভারতীয়র?

author-image
IE Bangla Web Desk
New Update
Kuwait fire: Apart from NBTC, Abraham heads K G Group, which co-produced Aadujeevitham, or Goat Life in English.

কুয়েত ফায়ার: এনবিটিসি ছাড়াও, আব্রাহাম কেজি গ্রুপের প্রধান, যেটি আদুজিভিথাম, বা ইংরেজিতে গোট লাইফ সহ-প্রযোজনা করে।

Kuwait Fire: দক্ষিণ কুয়েতের মাংগাফ শহরের এক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ ভারতীয়-সহ অন্তত ৫১ জন মারা গিয়েছেন। আহত ৫০ জনেরও বেশি। ওই আবাসনে প্রায় ১৯৫ জন বসবাস করতেন। আবাসিকরা একই কোম্পানির শ্রমিক বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভারত থেকে বহু লোক আরব দেশগুলোতে কাজ করতে যান। তার মধ্যে কুয়েতেও অনেকে কাজের সূত্রে যান। মৃত ভারতীয়রা সেভাবেই কুয়েতে কাজ করতে গিয়েছিলেন। প্রাথমিকভাবে এমনটা জানা গিয়েছে। ঘটনায় গাফিলতিকে দায়ী করে বহুতলের মালিক ও অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে কুয়েত সরকার।

Advertisment

জানা গিয়েছে ৬ তলা বিশিষ্ট এই ভবনে তামিলনাড়ু, কেরল ও উত্তর ভারতের শ্রমিকরা এই ভবনে বসবাস করতেন। এই ভবনটি মালয়ালী ব্যবসায়ী কেজি আব্রাহামের মালিকানাধীন NBTC গ্রুপের। এনবিটিসি সুপার মার্কেটের কর্মীরাও এই ভবনে থাকতেন।

আরও পড়ুন : < Fire At Kolkatas Acropolis Mall: পার্কস্ট্রিটের পর এবার কসবা, অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ড >

কেজি আব্রাহাম কুয়েতের বৃহত্তম নির্মাণ গোষ্ঠী এনবিটিসি গ্রুপের অংশীদার এবং ম্যানেজিং ডিরেক্টর । তিনি কোচির ক্রাউন প্লাজার চেয়ারম্যান। যেটি একটি পাঁচতারা হোটেল। আব্রাহাম কেরলে আরও অনেক প্রকল্পে বিনিয়োগ করেছেন। বর্তমানে কেরলে তার অনেক প্রকল্প ইতিমধ্যেই শেষের পর্যায়ে।

কেজি আব্রাহাম কেরলের থিরুভাল্লার একজন ব্যবসায়ী। কেজি আব্রাহাম 'কেজিএ' নামেও পরিচিত। তিনি কেজিএ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ১৯৭৭ সাল থেকে কুয়েতের তেল ও সহযোগী শিল্পের সঙ্গে জড়িত।

কেজি আব্রাহাম 'কেজিএ' নামে পরিচিত

তার কোম্পানি NBTC নামে পরিচিত। কোম্পানিটি মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশে শিক্ষাগত খাত ছাড়াও ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, বিপণনের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত।

কুয়েতের মাঙ্গাফের একটি বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন ভারতীয় সহ অন্তত ৫১ জন মারা গেছেন, এবং অনেকে পুড়ে আহত হয়েছেন। ভবনের রান্নাঘরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। কেরল এবং তামিলনাড়ুর শ্রমিক সহ প্রায় ২০০ শ্রমিক এই বহুতলে বসবাস করতেন।

কিভাবে ভবনে আগুন লেগেছে?

স্থানীয় সময় ভোর সাড়ে ৪টে নাগাদ রান্নাঘরে আগুন লাগে। এরপর আগুন দ্রুত উপরের তলায় গুলিকে গ্রাস করে, প্রাণ বাঁচাতে অনেকেই বহুতল থেকে লাফ দেয়, এর ফলে ঘটে যায় আরও মর্মান্তিক ঘটনা। ঘন ধোঁয়ায় অনেকেরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়।

ভবনটি ভাড়ায় নেওয়া হয়েছিল

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । পরিস্থিতি মূল্যায়ন করতে ভারতীয় রাষ্ট্রদূতও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কুয়েতি মিডিয়া জানিয়েছে যে নির্মাণ সংস্থা এনবিটিসি গ্রুপ ১৯৫ জনেরও বেশি শ্রমিককে থাকার জন্য ভবনটি ভাড়া নিয়েছিল। যাদের বেশিরভাগই কেরল, তামিলনাড়ু এবং উত্তর ভারত থেকে কুয়েতে এসেছিলেন।

kuwait fire
উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ কুয়েতের মাঙ্গাফের মারাত্মক অগ্নিকাণ্ডের পরে ভবনের সামনে কুয়েতি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছেন (রয়টার্স)
Death Kuwait Fire fire
Advertisment