/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Kuwait-Fire.jpg)
Kuwait-Fire: ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। (ছবি- এক্সপ্রেস)
Kuwait Building Fire Updates: দক্ষিণ কুয়েতের মাংগাফ শহরের এক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ভারতীয়-সহ অন্তত ৪৯ জন মারা গিয়েছেন। আহত ৫০ জনেরও বেশি। ওই আবাসনে প্রায় ১৬০ জন বসবাস করতেন। আবাসিকরা একই কোম্পানির শ্রমিক বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভারত থেকে বহু লোক আরব দেশগুলোতে কাজ করতে যান। তার মধ্যে কুয়েতেও অনেকে কাজের সূত্রে যান। মৃত ভারতীয়রা সেভাবেই কুয়েতে কাজ করতে গিয়েছিলেন। প্রাথমিকভাবে এমনটা জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে কুয়েতের পথে রওনা দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আমরা অবিলম্বে কুয়েতের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অগ্নিকাণ্ডে আহতদের পাশে থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে মৃতদের দেহ দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করব।' ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এককালীন অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অগ্নিকাণ্ডে যে ভারতীয়রা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কেরলের বেশ কয়েকজন বাসিন্দাও রয়েছেন। এই কথা জানার পর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মৃতদের দেহ ফেরানোর জন্য বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দিয়েছেন। মৃতদের একজনের দেহ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তিনি কেরলের কোল্লামের বাসিন্দা সমীর। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, 'কুয়েত শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুঃখজনক। যাঁরা তাঁদের নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাই। প্রার্থনা করি, যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। কুয়েতে ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। আহতদের সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে কাজ করছে।'
Amb @AdarshSwaika visited the Al-Adan hospital where over 30 Indian workers injured in today’s fire incident have been admitted. He met a number of patients and assured them of full assistance from the Embassy. Almost all are reported to be stable by hospital authorities. pic.twitter.com/p0LeaErguF
— India in Kuwait (@indembkwt) June 12, 2024
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কুয়েতের মর্মান্তিক দুর্ঘটনায় উদ্বিগ্ন। বেশ কয়েকজন ভারতীয় শ্রমিক ওখানে মারা গিয়েছেন। অনেকেই আহত হয়েছেন। মৃতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা আছে। আমরা আহতদের সঙ্গে আছি। আমরা বিনীতভাবে বিদেশ মন্ত্রকের কাছে ক্ষতিগ্রস্তদের এবং তাঁদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করছি।'
আরও পড়ুন- ফের সন্ত্রাসী হামলা কাশ্মীরে, সেনা চেকপোস্টে তুমুল গুলির লড়াই
এই জরুরি পরিস্থিতিতে কুয়েতের ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বর চালু করেছে। সোশ্যাল মিডিয়ায় দূতাবাস কর্তারা লিখেছেন, 'দূতাবাস একটি জরুরি হেল্পলাইন নম্বর +৯৬৫-৬৫৫০৫২৪৬ চালু করেছে। সংশ্লিষ্ট সকলকে এই হেল্পলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।'