Advertisment

ইতিবাচক আলোচনাতেই 'যুদ্ধের অবসান', ভারত-চিন সীমান্তে গলছে বরফ

প্রায় ১৫ ঘন্টা ধরে দুই দেশের কমান্ডারদের মধ্যে বৈঠক চলে। সূত্রের খবর, প্যানগং সীমান্তেও সমস্যা মেটাতে আগ্রহী হয়েছে দুই দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সীমান্ত জট কাটাতে ভারত-চিন সেনার পঞ্চম পর্যায়ের বৈঠক

দীর্ঘ সময়ের পর অবশেষে ভারত-চিন সীমান্তে গলতে চলেছে বরফ। প্রায় ১৫ ঘন্টা ধরে দুই দেশের কমান্ডারদের মধ্যে বৈঠক চলে। সূত্রের খবর, প্যানগং সীমান্তেও সমস্যা মেটাতে আগ্রহী হয়েছে দুই দেশ।

Advertisment

বুধবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এর আগে প্যানগং নিয়ে চিন কোনওরকম আলোচনায় বসতে রাজি হয়নি। কিন্তু এখন ফিঙ্গার ৪ এবং ফিঙ্গার ৮ এলাকা নিয়েও কথাবার্তা বলতে চায় চিন। সমাধানসূত্র খুবই ইতিবাচক।" সম্প্রতি ভারত দাবি করেছিল যে প্যানগং লেক এলাকায় ৮ কিলোমিটার সরে এসেছে চিন। এখনও সেখান থেকে সেনা সরায়নি চিন।

বেজিংয়ের বিদেশমন্ত্রী হুয়া চুনইয়িং বলেন, "জুলাইয়ের ১৪ তারিখ চতুর্থ পর্যায়ের কমান্ডার বৈঠক ছিল। তিন দফার বৈঠকের পর কাজের সমঝোতার ভিত্তিতে দু-পক্ষই পশ্চিমাঞ্চলীয় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনা সরানোর কাজে অগ্রগতি হয়েছে। দু পক্ষই ঐক্যমত হয়ে সীমান্তে যৌথভাবে শান্তি বজায় রাখার চেষ্টা করছে।"

বুধবার সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান এম এম নারাভানে। তবে চৌশল এলাকায় দুই দেশের আলোচনা কোন পর্যায়ে এগিয়েছে সে বিষয়ে এখনও সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে গোটা বিষয়টি দেখভাল করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

india china standoff
Advertisment