শেষ পর্যন্ত ভারত-চিনা সীমান্ত বিবাদ মিটছে। অন্তত তেমনই ইঙ্গিতই মিলল ভারতীয় বিদেশমন্ত্রকের বক্তব্য়ে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্পূর্ণ সেনা সরানোর ব্যাপারে দু'দেশই সম্মত হয়েছে বলে বৃহস্পতিবার জানাল ভারতীয় বিদেশমন্ত্রক।
এ প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ''তাঁরা আবারও নিশ্চিত করে জানিয়েছেন যে বিদেশমন্ত্রীদের মধ্য়ে যে চুক্তি হয়েছে তা মেনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পশ্চিম সেক্টর বরাবর সম্পূর্ণ সেনা সরানোর কাজ করা হবে। বাকি সমস্য়াগুলিও দ্রুত সমাধান করার ব্য়াপারে সম্মত হয়েছে দু'দেশ''।
আরও পড়ুন: আজ দেশের বড় খবর: ক্ষমা চাইতে নারাজ প্রশান্ত।।শশীর অপসারণের দাবি।। রাম মন্দির নির্মাণ শুরু
উল্লেখ্য়, মে মাসের শুরু থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় ভারত-চিন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। সীমান্তে একেবারে চোখে চোখ রেখে অবস্থান করে দু’দেশের সেনা। গত ১৫ জুন দু’দেশের সেনার মধ্য়ে সংঘর্ষও বাধে। এরপর সীমান্ত সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকে বসে দু’দেশ। তারপরই সেনা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্য়াংগং সো থেকে সেনা সরাতে চিন অনীহা প্রকাশ করায় সেনা সরানোর প্রক্রিয়া থমকে যায়। এরপরই সীমান্ত ইস্য়ুতে পুরোপুরি সমাধানের বিষয়ে ফের আলোচনার টেবিলে বসে দুই দেশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন