Advertisment

Five New District In Ladakh: ৫ নতুন জেলা পাচ্ছে লাদাখ, নির্বাচনের আগেই বড় ঘোষণা মোদী সরকারের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই নতুন জেলা গঠনের ফলে শাসন ব্যবস্থা আরও উন্নত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
ladakh new districts

লাদাখের লেহ শহরের একটি দৃশ্য (তাশি তোবগিয়ালের এক্সপ্রেস ছবি)

Five New District In Ladakh: কেন্দ্রশাসিত লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন নতুন জেলা গঠনের ফলে লাদাখের মানুষ উপকৃত হবে। শাহ আরও বলেছেন যে মোদী সরকার লাদাখের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisment

শাহ টুইট করে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। লাদাখকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর চিন্তাভাবনার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জেলাগুলির মধ্যে রয়েছে জাংস্কার (Zanskar), দ্রাস (Drass), শাম (Sham), নুব্রা (Nubra) এবং চাংথাং (Changthang)।

২০১৯ সালে, লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করা হয়েছিল এবং একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল। তখন কেন্দ্রশাসিত অঞ্চলে মাত্র দুটি জেলা ছিল - লেহ এবং কার্গিল। একই সময়ে, লাদাখে আরও পাঁচটি নতুন জেলা তৈরির ঘোষণা করল মোদী সরকার।

modi Ladakh
Advertisment