লখিমপুর খেরির তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন ডিআইজি উপেন্দ্র কুমার আগারওয়াল। কিন্তু, শুক্রবার যোগী সরকার আচমকাই তাঁকে বদলি করল। গোন্ডা রেঞ্জে বদলি করা হয়েছে ডিআইজি উপেন্দ্র কুমার আগারওয়ালকে। এতদিন উত্তরপ্রদেশের পুলিশ হেডকোয়ার্টার লখনউ রেঞ্জের দায়িত্বে ছিলেন ২০০৫ ব্যাচের এই আইপিএস অফিসার।
যদিও লখিমপুর তদন্তে গঠিত সিটের প্রধান হিসাবেই কাজ চালিয়ে যাবেন গোন্ডা রেঞ্জের ডিআইজি উপেন্দ্র কুমার আগারওয়াল। এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার।
উল্লেখ্য, লখিমপুর খেরি লখনউ রেঞ্জের আওতাধীন। তদন্ত চলাকালীন ডিআইজি পেন্দ্র কুমার আগারওয়াল যিনি লখিমপুর তদন্তে গঠিত সিটের প্রধান, তাঁকে কেন গোন্ডা রেঞ্জে হঠাৎ বদলি করল যোগীর সরকার তা নিয়ে এখনও রহস্য কাটেনি।
চলতি মাসের ৩ তারিখ উত্তরপ্রদেশের লখিমপুরে নয়া কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময়ই আচমকা তিনটি এসইউভি বিক্ষোভরত কৃষকদের জমায়েতে ঢুকে পড়ে। গাড়িতে পিষে মৃত্যু হয় চার কৃষকের। যা ঘিরে উত্তাল হয় দেশ। অভিযুক্তদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী আজয় মিশ্রের ছেলে আশিস। কৃষকরা ছাড়াও প্রাণ গিয়েছে এক সাংবাদিক সহ আরও চার জনের, অর্থাৎ মোট নিহত ৮ জন। ঘটনার প্রায় এক সপ্তাহ পর পুলিশ মন্ত্রী পুত্র অভইযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করে। বর্তমানে এই ঘটনায় ধৃতের সংখ্যা ১০ জন। লখিমপুর মামলার তদন্তে সিট গঠন করা হয়। যার নেতৃত্বে ছিলেন লখনউ রেঞ্জের ডিআইজি উপেন্দ্র কুমার আগারওয়াল।
এদিকে আজ, শুক্রবার লখিমপুর খেরি আদালতে সিটের আবেদনের ভিত্তিতে আশিষ মিশ্র এবং অঙ্কিত দাস, আশিসের গাড়ির চালক শেখর ভারতী এবং ব্যক্তিগত বন্দুকধারী লতিফ সহ তিনজনকে পুলিশ হেফাজত চেয়ে আবেদনের শুনানি রয়েছে।
শুধু উপেন্দ্রই নন, এ দিন উত্তরপ্রদেশ পুলিশ আরও পাঁচ আইপিএস-কেও বদলি করেছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন