Advertisment

পুলিশ কড়া হতেই ফিরল হুঁশ, ক্রাইম ব্রাঞ্চের অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিসকে দ্বিতীয়বার তলবি নোটিশে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Lakhimpur Kheri today Ashish Mishra appears before police for questioning update

শনিবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

দ্বিতীয় নোটিশেই ফিরল হুঁশ। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস। লখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত আশিস মিশ্র। এর আগে নোটিশ পাঠিয়ে তাঁকে তলব করা হলেও আসেননি মন্ত্রী-পুত্র। শেষমেশ শনিবার উত্তরপ্রদেশ পুলিশের সিট-এর তদন্তকারী অফিসারদের মুখোমুখি আশিস। আশিসকে কী আজই গ্রেফতার? স্পষ্ট উত্তর দেননি লখিমপুর খেরির পুলিশ সুরার বিজয় ধুল।

Advertisment

শুক্রবারই লখিমপুর খেরির ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ঘটনার পর থেকে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা মোটেই সদর্থক নয়। উল্লেখ্য, লখিমপুর খেরিতে প্রতিবাদ-বিক্ষোভ করছিলেন কৃষকরা। ঠিক সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের কনভয়ের বেশ কয়েকটি গাড়ি বিক্ষোভরত কৃষকদের পিষে দিয়ে বেরিয়ে যায় বলে অভিযোগ। কনভয়ের একটি গাড়ি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র চালাচ্ছিলেন বলে দাবি কৃষকদের। ওই ঘটনায় চার কৃষকের পাশাপাশি মোট আটজনের মৃত্যু হয়েছিল।

লখিমপুর খেরির ঘটনায় এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসকে সমন পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ। যদিও প্রথমবার নোটিশে হাজিরা দেননি বছর চল্লিশের আশিস। শুক্রবার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি সিট-এর অফিসারদের সামনে জিজ্ঞাসাবাদে হাজির হননি। এরপরেই লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে আশিস মিশ্রকে তলব করে দ্বিতীয়বার নোটিশ লাগিয়ে দেয় পুলিশ। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই এদিন সিট-এর দফতরে হাজিরা আশিস মিশ্রের।

আরও পড়ুন- ‘কংগ্রেসকে কংগ্রেস(এম)-এ পরিণত করার চেষ্টা করছেন মমতা’, দাবি অধীরের

শুক্রবার আশিসকে দ্বিতীয়বার তলবি নোটিশে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় পুলিশ। নোটিশে লেখা হয়, ক্রাইম ব্রাঞ্চের দফতরে আশিসকে শনিবার হাজিরা দিতে বলা হচ্ছে। এবারও তিনি হাজিরা এড়ালে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

Uttar Pradesh Police Lakhimpur Violence Minister Ajay Mishra
Advertisment