Advertisment

চাকরি কেলেঙ্কারি মামলায় বিপাকে আরজেডি সুপ্রিমো, স্ত্রী-মেয়েকে নিয়ে হুইল চেয়ারেই হাজির আদালতে

গত বছরের অক্টোবরে এই চার্জশিট দাখিল করেছিল সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi News Live Updates, Delhi latest news, Delhi news, Delhi water supply, delhi water supply affected, delhi excise policy case, chirag delhi flyover, indian express news"

'ল্যান্ড ফর জব স্ক্যাম' মামলায় বড় ফাঁপরে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। রাউজ অ্যাভিনিউ আদালতে পৌঁছেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও। শীঘ্রই শুনানি শুরু হবে। সকাল সাড়ে ন'টা নাগাদ সপরিবারে আদালতে পৌঁছান লালু প্রসাদ যাদব। একই সঙ্গে এই মামলায় ১৪ জন অভিযুক্তকেও আজ দিল্লির 'রাউজ অ্যাভিনিউ' আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সকাল সাড়ে ন'টা নাগাদ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের উদ্দেশ্যে রওনা হন এবং সকাল ১০টার আগেই সপরিবারে আদালতে পৌঁছান লালু প্রসাদ। এদিন হুইল চেয়ারে বসেই আদালতে প্রবেশ করেন আরজেডি সুপ্রিমো। দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিসা ভারতী। জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির অভিযোগের শুনানির জন্য ইতিমধ্যেই আদালতে পৌঁছেছেন লালু যাদব, রাবড়ি দেবী, মিসা ভারতী। সকাল ১১টায় বিচারপতি গীতাঞ্জলি গোয়েলের এই মামলার শুনানি করবেন।

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির অভিযোগে সিবিআই-এর দেওয়া চার্জশিটে লালু যাদবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হয়েছে যে সেই সময়ে নিয়োগের জন্য ভারতীয় রেলের যাবতীয় নিয়ম ও পদ্ধতি লঙ্ঘন করে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ চাকরির বিনিময়ে প্রার্থীরা সরাসরি বা তাদের নিকটাত্মীয়দের মাধ্যমে লালু যাদবের পরিবারের সদস্যদের কাছে বাজার দরের চেয়ে অনেক কম দামে জমি বিক্রি করেন।

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ওই নিয়োগ দুর্নীতি হয়ে বলে অভিযোগ। লালু তখন দেশের রেলমন্ত্রী ছিলেন। সেই সময়েই লালু এবং তাঁর পরিবারের সদস্যরা রেলের চাকরি বিক্রি করেছিলেন বলে অভিযোগ। তদন্তকারী সংস্থা সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছিল, টাকা নয়, চাকরির বদলে জমি নিয়েছিলেন লালু। সেই মামলারই শুনানি বুধবার রাউজ অ্যাভিনিউ আদালতে। লালু-রাবড়ী-মিসা ছাড়াও আরও ১৪ জনকে এদিন আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

এই মামলায় গত বছরের অক্টোবরে চার্জশিট দাখিল করে সিবিআই। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল সম্প্রতি সিবিআই চার্জশিট গ্রহণ করার পরে লালু, তার স্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং অন্যান্য ১৪ জনকে বুধবার আদালতে তলব করা হয়েছে। গত বছরের অক্টোবরে এই চার্জশিট দাখিল করেছিল সিবিআই।

Lalu Prasad Yadav
Advertisment