/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/rahul-gandhi-lalu-yadav-1.jpg)
রাহুল গান্ধী, লালুপ্রসাদ যাব
পাটনায় তখন অ-বিজেপি দলগুলোর বৈঠক শেষ। তাবড় তাবড় নেতা-নেত্রীদের সংবাদ মাধ্যমের সামনে বৈঠকের নির্যাস ব্যাখ্যাও সাঙ্গ হয়েছে। সেই সময়ই মুখ খুললেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানালেন তাঁর মনের কথা। যা শুনে লাজে রাঙা রাহুল গান্ধী, আর ভরা আসরে হাসির রোল।
'মোস্ট এলিজেবল ব্যাচেলর' রাহুল গান্ধী। বয়স ৫৩ পেরিয়েছে। তাঁর বিয়েকে কেন্দ্র করে মাঝে মধ্যেই জোর চর্চা চলে। এবার খোদ লালু যাদবই রাহুল গান্ধীকে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার কথা বললেন। জানিয়েছেন, বরযাত্রী যেতে চান তিনি।
কী বলেছেন লালুপ্রসাদ যাদব?
'আমাদের পরামর্শ মানেনি রাহুল গান্ধী। এখনও বিয়ে করলেন না। বিয়েটা করে নেওয়া উচিত ছিল। এখনও সময় চলে যায়নি। বিয়ে করুন, আর আমরা বরযাত্রী যাব।' এরপরই সনিয়া গান্ধীর প্রসঙ্গ টানেন লালু। বলেন, 'আপনার মা আমাকে বলেছিলেন যে, আপনি ওনার কথা শোনে না। আমাদের বলেছিলেন অপনাকে বিয়ের জন্য রাজি করাতে। তাই বলছি এবার বিয়ে করুন।'
লালুর কথার ফাঁকেই রাহুলকে বলতে শোনা যায়, 'আপনি যখন ইচ্ছে প্রকাশ করেছেন তখন হয়ে যাবে।'
VIDEO | "Rahul Gandhi didn't follow my suggestion earlier. He should have married before. But still it's not too late," RJD supremo Lalu Prasad Yadav quips at Rahul Gandhi after opposition meeting held in Patna.#OppositionMeetingpic.twitter.com/o22ICLTujM
— Press Trust of India (@PTI_News) June 23, 2023
কেমন পাত্রী পছন্দ রাহুলের?
গত জানুয়ারিতে 'ভারত জোড়ো যাত্রা'র সময় সংবাদ মাধ্যমে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন রাহুল গান্ধী। বিয়ের পরিকল্পনা কী? কেমন পাত্রী তাঁর পছন্দ? এই প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছিলেন তিনি। বলেছিলেন, 'আমার জীবনসঙ্গীকে অবশ্যই এক জন ভাল মানুষ হতে হবে। বুদ্ধিমতী হতে হবে।'