জমির বিনিময়ে চাকরি মামলায় বিরাট স্বস্তি লালু প্রসাদ যাদবের। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ, তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও রাবড়ি দেবীর জামিন মঞ্জুর করেছে রাউজ অ্যাভিনিউ আদালত।৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেছে আদালত।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং আরজেডি সাংসদ মিসা ভারতী বুধবার আদালত থেকে বিরাট স্বস্তি পেয়েছেন। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির মামলায় চারজনেরই জামিন মঞ্জুর করেছে। আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সকলের জামিন মঞ্জুর করেছে। ১৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এদিকে, এই মামলার সমস্ত অভিযুক্তকে চার্জশিটের একটি কপি দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।
গত শুনানিতে, আদালত আরজেডি সুপ্রিমো, তার স্ত্রী এবং ছেলে তেজস্বী সহ অন্যান্য ১৭ অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছিল। আদালত সকল অভিযুক্তকে ৪ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।এই মামলার প্রথম চার্জশিটে এই তিনজনকে আসামি করা হয়। এরপর সিবিআই একটি নতুন চার্জশিট দাখিল করে এবং তেজস্বী যাদবকেও এই মামলায় অভিযুক্ত করে। উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তাঁর নামে সেই সম্পত্তিগুলির রেজিস্ট্রি রয়েছে, যেগুলি লালু যাদব রেলমন্ত্রী থাকাকালীন লোকদের চাকরি দেওয়ার বিনিময়ে রেজিস্ট্রি করিয়েছিলেন।
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে, লালু প্রসাদ যাদব ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন। লালু যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলে নিয়োগে কেলেঙ্কারি হয়েছিল বলে অভিযোগ। চাকরি দেওয়ার বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে জমি লিখিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
সিবিআই এই বিষয়টি তদন্ত করে লালু প্রসাদ যাদব এবং তাঁর মেয়ে মিসা ভারতীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যে জমিগুলি নেওয়া হয়েছে তা রাবড়ি দেবী ও মিসা ভারতীর নামেও নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু যাদব এবং তাঁর পরিবার বুধবার (৪ অক্টোবর) চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি মামলায় আদালত থেকে বড়সড় স্বস্তি পেয়েছেন। এই মামলায় লালু যাদব ও তাঁর পরিবারকে জামিন দিয়েছে আদালত।