Advertisment

সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে তেজস্বী যাদব, লড়াই করে জেতার বার্তা লালুপুত্রের

সিবিআই-ইডির জোড়া ফাঁপরে ভাই-বোন।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI, Land For Job Scam, Tejashwi Yadav, Lalu Yadav, Bihar News, Patna News, CBI, Delhi News, Cm Nitish Kumar News, Hindi News, Tejashwi Yadav Statement,

জমির বিনিময়ে চাকরির মামলায় বড় বিপাকে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

জমির বিনিময়ে চাকরির মামলায় বড় বিপাকে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এই বিষয়ে তদন্তের জন্য ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন লালুপুত্র।এদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একই মামলার বিষয়ে আজ তার দিল্লি অফিসে তেজস্বীর বোন মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করবে।

Advertisment

আজ দিল্লিতে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জেরা করবে সিবিআই। ল্যান্ড ফর জব স্ক্যাম মামলায় তেজস্বীকে নয়াদিল্লির সিবিআই অফিসে হাজির করা হবে। এই বিষয়ে, তেজস্বী যাদব শনিবার বলেছিলেন যে আমরা শুরু থেকেই তদন্তকারী সংস্থাগুলিকে সহযোগিতা করে আসছি। দেশের বর্তমান পরিবেশে মাথা নত করা খুব সহজ, লড়াই করা কঠিন, তবে আমরা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই লড়াইয়ে আমরা জিতবই।

দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন তেজস্বী যাদব

চাকরি কেলেঙ্কারির মামলায় দিল্লি হাইকোর্ট থেকেও আরজেডি নেতা তেজস্বী যাদব কোনও স্বস্তি পাননি। সিবিআইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করেন তেজস্বী যাদব। এর পরিপ্রেক্ষিতে তেজস্বী যাদবকে ২৫ মার্চ সিবিআই-এর কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

দিল্লির স্পেশাল রাউজ অ্যাভিনিউ আদালত চাকরির জন্য জমির মামলায় আরজেডি নেতা এবং প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিসা ভারতীকে ইতিমধ্যেই জামিন দিয়েছে। আগামী ২৯শে মার্চ মামলাটি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।  

অভিযোগ ২০০৪-২০০৯ সালের মধ্যে ভারতীয় রেলের বিভিন্ন জোনে বিভিন্ন ব্যক্তিকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল এবং এর বিনিময়ে তারা তাদের জমি তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ এবং এ কে ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেডের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছিলেন। সিবিআই তার চার্জশিটে বলেছে যে ভারতীয় রেলের নির্ধারিত নিয়ম ও পদ্ধতি লঙ্ঘন করে রেলে এই নিয়োগ হয়।

Tejashwi Yadav
Advertisment