Advertisment

ইডির অভিযানের পর সিবিআইয়ের তলব, জোড়া ফাঁপরে তেজস্বী যাদব

এই একই মামলায় ইডি গতকাল তার দিল্লির বাসভবনে ১৫ঘন্টা ধরে একটি অভিযান চালায়।

author-image
IE Bangla Web Desk
New Update
india, india news, indian express news"

চাকরির বিনিময়ে জমি সংক্রান্ত মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করেছে সিবিআই। এই একই মামলায় ইডি গতকাল তার দিল্লির বাসভবনে ১৫ঘন্টা ধরে একটি অভিযান চালায়। আর তারপরই বিহারের উপমুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই।  

Advertisment

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবকে শনিবার চাকরির বিনিময়ে জমি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

সিবিআই সূত্রের খবর, এই নিয়ে একই মামলায় এই নিয়ে দ্বিতীয়বার তাঁর কাছে  সমন পাঠানো হয়। প্রথম সমনটি পাঠানো হয় ৪ঠা ফেব্রুয়ারি। তিনি তখন সুকৌশলে সেই হাজিরা এড়ান। যার পরে শনিবারের ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শুক্রবার জমির জন্য জমি কেলেঙ্কারিতে বিহারের উপমুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে অভিযান চালানোর পরে এই সমন পাঠানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এর আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে মঙ্গলবার প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তাঁর স্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ।

ইডি-সিবিআই-কে অপব্যবহারের অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে, ইডি দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সময়ে তেজস্বী যাদব নিজে সেখানে হাজির ছিলেন। হাজির ইডির এই অভিযান নিয়ে গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

আরও পড়ুন: < কোটি কোটির কেলেঙ্কারি, ইডির র‍্যাডারে কেসিআর কন্যা কবিতা, আজই জেরা >

একটি টুইট বার্তায় কংগ্রেস সভাপতি খড়গে লিখেছেন, “বিরোধী নেতা-নেত্রীর উপর ED-CBI-এর অপব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করার জঘন্য প্রচেষ্টা চালাচ্ছে মোদী সরকার। পলাতকরা যখন দেশ থেকে কোটি টাকা নিয়ে পালিয়েছিল তখন মোদি সরকারের সংস্থাগুলো কোথায় ছিল? মোদীর ‘বেস্ট ফ্রেন্ড’-এর সম্পদ যখন আকাশছোঁয়া তখন কেন তদন্ত হয় না? জনগণ এই স্বৈরাচারের যোগ্য জবাব দেবে!  

ইডির এই অভিযান প্রসঙ্গে লালু প্রসাদ যাদব বলেন, ‘আমার মেয়ে, ছোট নাতনি ও গর্ভবতী পুত্রবধূকে বসিয়ে রাখা হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। চলেছে অভিযান’। তিনি টুইট করে লিখেছেন, “আমরা জরুরি অবস্থার সময়ও দেখেছি। আজ আমার কন্যা, ছোট নাতনি এবং গর্ভবতী পুত্রবধূকে ‘ভিত্তিহীন প্রতিশোধমূলক মামলায়’ বিজেপির ইডি ১৫ ঘন্টা ধরে বসিয়ে রেখেছে। বিজেপি কি এত নিম্ন স্তরে নেমে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করবে”?

সূত্রের খবর,অভিযানের  ইডি নগদ ৫৩ লক্ষ টাকা, ৫৪০ গ্রাম সোনা এবং ১.৫ কেজি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে। সূত্রের খবর, ইডি দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় যেখানে তেজস্বী যাদব হাজির ছিলেন। এই বাড়ির ঠিকানা একে ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির নামে। যাদব পরিবার এটিকে তাদের আবাসিক সম্পত্তি হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ।  

অভিযোগ লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন ইউপিএ-১ সরকারের সময় কথিত কেলেঙ্কারি হয়েছিল। অভিযোগ রয়েছে যে ২০০৪-২০০৯ সময়কালে ভারতীয় রেলের বিভিন্ন জোনে গ্রুপ ডি-পদে তে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল এবং এর বিনিময়ে তারা তাদের জমি তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ এবং এ কে ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেডের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছিলেন। এবার সেই অভিযোগেই জেরা করতে সিবিআই তলব করল লালুপুত্র তেজস্বীকে।

Tejashwi Yadav ED
Advertisment