scorecardresearch

বিরাট স্বস্তিতে লালু পরিবার, চাকরি দুর্নীতিতে মিলল জামিন

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ওই নিয়োগ দুর্নীতি হয়ে বলে অভিযোগ।

Lalu Yadav  Rabri Devi  Misa Bharti  Land For Job Scam  Lalu Yadav appear before delhi court  Land For Job Scam updates  Land For Job Scam news  CBI Chargesheet against lalu yadav  land for jobs scam  land for jobs scam case  land for jobs case lalu yadav", "url":"https://www.indiatoday.in/india/story/land-for-jobs-scam-lalu-yadav-rabri-devi-misa-bharti-to-appear-before-delhi-court-today-2346798-2023-03-15",

জমির বিনিময়ে চাকরির দুর্নীতিতে অবশেষে স্বস্তি, জামিন পেলেন লালু-রাবড়ি ও মিসা ভারতী। আদালতের তরফে লালু-রাবড়ির পাশাপাশি মিসা-ভারতীকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। গত বছরের অক্টোবরে এই চার্জশিট দাখিল করেছিল সিবিআই। তার প্রেক্ষিপ্তে এদিন লালু-রাবড়ি মেয়ে মিসা ভারতী সহ ১৪ জনকে এদিন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি গীতাঞ্জলি গোয়েল। সেই নির্দেশ মেনেই এদিন সকাল ১০ টা নাগাদ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পৌঁছান আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। মেয়ে মিসা ভারতী। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে আরও ১৩ অভিযুক্তকে।

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির অভিযোগে সিবিআই-এর দেওয়া চার্জশিটে লালু যাদবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হয়েছে যে সেই সময়ে নিয়োগের জন্য ভারতীয় রেলের যাবতীয় নিয়ম ও পদ্ধতি লঙ্ঘন করে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ চাকরির বিনিময়ে প্রার্থীরা সরাসরি বা তাদের নিকটাত্মীয়দের মাধ্যমে লালু যাদবের পরিবারের সদস্যদের কাছে বাজার দরের চেয়ে অনেক কম দামে জমি বিক্রি করেন।

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ওই নিয়োগ দুর্নীতি হয়ে বলে অভিযোগ। লালু তখন দেশের রেলমন্ত্রী ছিলেন। সেই সময়েই লালু এবং তাঁর পরিবারের সদস্যরা রেলের চাকরি বিক্রি করেছিলেন বলে অভিযোগ। তদন্তকারী সংস্থা সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছিল, টাকা নয়, চাকরির বদলে জমি নিয়েছিলেন লালু। সেই মামলারই শুনানি বুধবার রাউজ অ্যাভিনিউ আদালতে। লালু-রাবড়ী-মিসা ছাড়াও আরও ১৪ জনকে এদিন আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এদিনের শুনানি শেষে বিচারপতি গীতাঞ্জলি গোয়েল লালু-রাবড়ি সহ মেয়ে মিসা ভারতীকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।

এই মামলায় গত বছরের অক্টোবরে চার্জশিট দাখিল করে সিবিআই। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল সম্প্রতি সিবিআই চার্জশিট গ্রহণ করার পরে লালু, তার স্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং অন্যান্য ১৪ জনকে বুধবার আদালতে তলব করা হয়েছে। গত বছরের অক্টোবরে এই চার্জশিট দাখিল করেছিল সিবিআই। বিশেষ বিচারপতি গীতাঞ্জলি গোয়েল ২রা ফেব্রুয়ারি অভিযুক্ত ব্যক্তিদের সমন জারি করেছিলেন এবং ১৫ ই মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আরজেডি সুপ্রিমোকে এদিন হুইলচেয়ারে করে আদালতে প্রবেশ করতে দেখা যায়। রেলে নিয়োগের জন্য কোন বিজ্ঞাপন জারি করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Land for jobs case lalu yadav rabri devi and misa bharti get bail on rs 50000 bond