Advertisment

Landslide in Arunachal Pradesh: ভয়াবহ ভূমিধস অরুণাচলে, প্রকৃতির গ্রাসে চিন সীমান্তের কাছে জাতীয় সড়ক

Indo-China border: টানা বৃষ্টির জেরে ধস নেমে চিন সীমান্তের কাছে জাতীয় সড়ক ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ফলে সমস্যার মুখে পড়েছেন স্থানীয় মানুষজন। সেই সঙ্গে সেনাবাহিনীও সমস্যায় পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Landslide, Arunachal Pradesh

Landslide-Arunachal Pradesh: মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। (ছবি- টুইটার)

Dibang valley near Indo-China border: একদিকে যখন দেশের বিস্তীর্ণ অংশ তাপপ্রবাহের কবলে নাকাল ঠিক তখনই প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশের জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। ধস এবং বৃষ্টির জোড়া ভ্রুকুটিতে বিপর্যস্ত হয়ে পড়েছে অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকা। টানা বৃষ্টির জেরে ধস নেমে চিন সীমান্তের কাছে জাতীয় সড়ক ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ফলে সমস্যার মুখে পড়েছেন স্থানীয় মানুষজন। সেই সঙ্গে সেনাবাহিনীও সমস্যায় পড়েছে।

Advertisment

যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু হলেও বৃষ্টির জেরে কাজে বেশ বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে জাতীয় বিপর্যয় দল। জাতীয় সড়ক ৩৩ সংলগ্ন হুনলি ও আনিনির মাঝে ধস নেমেছে বলে জানা গিয়েছে। যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমন যে সেনাবাহিনীকেও উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলছেন, 'ভয়াবহ ভূমিধসে জাতীয় সড়কের একাংশ ধসে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। দিবাং ভ্যালির সঙ্গে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন। তবে খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছি।'

অরুণাচল প্রদেশে ধস অবশ্য নতুন কিছু না। হামেশাই হিমালয়ের কোলের এই পাহাড়ি রাজ্যে ধস নামে। রাস্তা বন্ধ হয়ে যায়। যার জেরে সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সবচেয়ে বড় কাছেই ভারতের বিরূপ প্রতিবেশী চিনের সীমান্ত। চিন আবার অরুণাচল প্রদেশকে তাদের রাজ্য বলে দাবি করে। শুধু দাবিই করে না। নিজেদের ম্যাপে অরুণাচল প্রদেশের মানচিত্র অন্য নাম দিয়ে অন্তর্ভুক্ত করে সেই মানচিত্র সরকারিভাবে প্রচারও করে।

আরও পড়ুন- চিনের আগ্রাসন ঠেকাতে জাপানের সঙ্গে মহাকাশ নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা ভারতের

এমন গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশে পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হলে, তাতে চিনেরই সুবিধা। কারণ, বারবার অভিযোগ ওঠে যে ভারতের বিস্তীর্ণ অঞ্চল চিন দখল করে রেখেছে। জোর করে সেখানে চিনের লালফৌজকে রেখে দিয়েছে। আর, আজও সেই সব অঞ্চল নিজেদের বলেই দাবি করে যাচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন অভিযোগ ভিত্তিহীন। ভারতের কোনও অংশই চিন দখল করে নেই। সীমান্ত রীতিমতো সুরক্ষিত।

India china Arunachal Pradesh Landslide
Advertisment