/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-224.jpg)
রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে নিহত ২ সন্ত্রাসবাদী। রবিবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হওয়ার পরে দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে নিহত ২ জঙ্গির মধ্যে রয়েছেন এক লস্কর কম্যান্ডার।
রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতদের একজন লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার। এনকাউন্টার শুরু হয় লারো-পরিগাম এলাকায়। জেলার পারিগাম গ্রামে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য ভিত্তিক তথ্য পাওয়ার পর অভিযান শুরু করা হয়।
কাশ্মীর জোন পুলিশ এনকাউন্টার প্রসঙ্গে এক ট্যুইট বার্তায় জানিয়েছে, "পুলওয়ামার এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। এনকাউন্টারে ২ জঙ্গি নিহত হয়েছে" ।
#WATCH | Jammu and Kashmir: Encounter underway in the Larrow- Parigam area of Pulwama.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/U84LnexY0P— ANI (@ANI) August 21, 2023
রাজৌরি জেলায় এনকাউন্টারে এক জঙ্গি নিহত হওয়ার দুই সপ্তাহ পর এই সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের ঘটনা ঘটলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং J&K পুলিশের যৌথ অভিযান ৫ আগস্ট শুরু হয়েছিল।
#Encounter has started in Larrow- Parigam area of #Pulwama. Police & Security Forces are on the job. Fetails details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 20, 2023
৫ আগস্ট অপারেশন শুরু হওয়ার একদিন আগে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা জওয়ান নিহত হয়েছিল।পুলিশ জানিয়েছে, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা জবাব দেওয়ার পর তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয়। গুলি বিনিময়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। আহত তিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান।