Advertisment

বারামুল্লায় এনকাউন্টার, খতম পুলিশ কর্মী ও তাঁর ভাইয়ের হত্যাকারী শীর্ষ লস্কর কমান্ডার

ভোর-রাতের সংঘর্ষে তিন সেনা জাওয়ানও আহত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lashkar-e-Taiba commander Yousuf Kantro shot dead in Baramulla encounter

বারামুল্লায় যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়েছে।

শীর্ষস্থানীয় লস্কর-ই-তৈবা কমান্ডার ইউসুফ কান্তরু কাশ্মীরের বিশেষ পুলিশ অফিসার এবং তার ভাইকে হত্যার জন্য দোষী ছিলেন। বৃহস্পতিবার কাশ্মীরের বারামুল্লা এলাকায় একটি এনকাউন্টারের সময় গুলিবিদ্ধ হয়ে সেই ইউসুফ কান্তরু নিহত হয়েছেন। পুলিশ একটি টুইটের মাধ্যমে এই খবর জানিয়েছে।

Advertisment

ভোর-রাতেরসংঘর্ষে তিন সেনা জাওয়ানও আহত হয়েছে। বারামুল্লা এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে জানতে পেরেই জম্মি-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ দল মালওয়াহ গ্রামটি ঘিরে ফেলে। বারামুল্লা এবং বুদগাম জেলার সীমানায় অবল্থিত মালওয়াহ গ্রাম। যৌথ বাহিনীর টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। তাতেই বাহিনীর তিন কর্মী আহত হয়েছেন।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের তরফে পুলিশের অফিসিয়াল টুইটারে জানানো হয়েছে যে, 'শীর্ষ সস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী কমান্ডার ইউসুফ কান্তরু বারামুল্লা এনকাউন্টারে নিহত হয়েছেন। সে বদগাম জেলায় সম্প্রতি জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল পুলিশ অফিসার এবং তাঁর ভাই, এক সেনাকর্মী এবং একজন সাধারাণ নাগরিকের হত্যায় জড়িত। আমাদের জন্য এটি একটি বড় সাফল্য।'

পাশাপাশি পুলিশের তরফে খবর, বারামুল্লার পারসিওয়ানি গ্রামে এ দিন এনকাউন্টার চলেছে।

Read in English

kashmir Indian army Lashkar-e-Taiba Baramulla Kashmir Police Kashmir Encounter
Advertisment