রাত পোহালেই গঙ্গাসাগরে যজ্ঞের মধ্যে দিয়ে প্রয়াত প্রধান মন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থি গঙ্গাসাগরে বিসর্জন করা হবে। সাগর এবং কাকদ্বীপ জুড়ে তা নিয়ে সাজোসাজো রব। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উপস্থিতিতে বৃহস্পতিবার অস্থি পৌঁছল কাকদ্বীপে।
বৃহস্পতিবার সকালে অটলবিহারী বাজপেয়ীর ছবি এবং ফুল দিয়ে সাজানো লরিতে করে অস্থি কলস নিয়ে বিজেপি নেতৃত্ব রওনা দেন গঙ্গাসাগর এর উদ্দেশে। শুক্রবার ভাসানো হবে চিতাভস্ম।
প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস মাথায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
এদিন অস্থি গঙ্গাসাগরে পৌঁছানোর আগেই গাড়ি বিভ্রাট হয় । নির্ধারিত সময়ের দু ঘণ্টা পরে সন্ধ্যা ছ 'টা নাগাদ অস্থি কলস পৌঁছায় কাকদ্বীপ লট ৮ নং এ । হাজরা, রাসবিহারী, তারাতলা, বেহালা চৌরাস্তা, ঠাকুরপুকুর, পৈলান, আমতলা, সরিষাহাট, ডায়মন্ডহারবার, কুলপি, কচুবেড়িয়া, কালীবাজার হয়ে গঙ্গাসাগরে পৌঁছায় ‘অস্থি কলস যাত্রা’। এই পথে সর্বমোট ১৮টি জায়গায় প্রয়াত প্রাক্ত ন প্রধানমন্ত্রী কে শ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি সহ দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, দলের জাতীয় কর্মসমিতির দুই সদস্য মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপির শীর্ষ নেতারা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম, কাকদ্বীপের পথে (ফোটো- পার্থ পাল)
বিজেপি সূত্রের খবর, শুক্রবার সকাল দশটার সময় গঙ্গাসাগরে যজ্ঞ করার পর চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে। জানা গিয়েছে, গঙ্গাসাগরে বিসর্জন দেওয়ার অস্থি কলস ছাড়াও আরও পাঁচটি অস্থি কলস দিল্লি থেকে নিয়ে এসেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণেশ্বর, ত্রিবেণী, ফরাক্কা, তারাপীঠ ও কোচবিহারেও নদীতে বিসর্জন দেওয়া হবে প্রয়াত নেতার চিতাভস্ম।