Armstrong Murder Case: বিএসপি নেতা আর্মস্ট্রং হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গুলি করে খুন!
রবিবার চেন্নাই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল বহুজন সমাজ পার্টি (বিএসপি) তামিলনাড়ু ইউনিটের প্রধান কে.আর্মস্ট্রং হত্যার মূল অভিযুক্ত থিরুভেনগাদামের। চেন্নাই পুলিশ জানিয়েছে, পুলিশের উপর হামলা এবং হেফাজত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। সেই সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ু বিএসপি প্রধান খুনে মূল অভিযুক্তকে তদন্তের স্বার্থে যখন উত্তর চেন্নাইয়ের একটি স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তিনি পুলিশ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং পালানোর চেষ্টা করেন। এরপরই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আরও পড়ুন - < Motivational Story: সমাজের টিপ্পনীকে থোড়াই কেয়ার, লক্ষ্যে অবিচল থেকে ‘স্বর্গরথ’ চালিয়ে দৃষ্টান্ত কলেজ ছাত্রীর >
বিএসপি নেতার হত্যায় ব্যবহার করার পর লুকিয়ে রাখা অস্ত্র খুঁজতে অভিযুক্তকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। থিরুভেনগাদম (৩০), বিএসপি নেতা আর্মস্ট্রং হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১১ অভিযুক্তের মধ্যে অন্যতম। কয়েকদিন আগে রাজ্যের এক আদালত এই মামলায় অভিযুক্ত সকলকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আর্মস্ট্রংকে ৫ জুলাই বাড়ির সামনেই খুন করা হয়। এরপর রাজ্যের বিরোধী দল রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ ও সরকার অপরাধীদের শাস্তির জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।