Advertisment

Amarnath Yatra-Amit Shah: অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা! ঘুম উড়েছে প্রশাসনের, জরুরি বৈঠক অমিত শাহের

অমরনাথ যাত্রায় যাতে কোন রকমের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁকফোঁকর না থাকে তা নিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
Latest News Today Live Top Breaking News Modi Government Amit Shah, Jammu and Kashmir, Amarnath Yatra

অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সহ অন্যান্যদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন। (এক্স/@অমিতশাহ)

Terror attack J & K : সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু-কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

অমরনাথ যাত্রায় যাতে কোন রকমের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁকফোঁকর না থাকে তা নিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে এই বৈঠকে হাজির রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, সহ শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা।

২৯ শে জুন থেকে ফের শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। জম্মু-কাশ্মীরে পরপর তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মোদী সরকার। অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। এদিকে, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে এনএসএ অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের এলজি মনোজ সিনহা, স্বরাষ্ট্র সচিব, সেনাপ্রধান মনোজ পান্ডে এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, আইবি ডিরেক্টর তপন ডেকা, সিআরপিএফ ডিজি অনীশ দয়াল, বিএসএফ ডিজি নীতিন আগরওয়াল এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : < Adhir Chowdhury: ভোটে হারলেও হাইকম্যান্ডের আস্থা অধীরেই! ‘বিরাট’ দায়িত্ব পেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি >

সম্প্রতি, জম্মুর রিয়াসিতে একটি তীর্থযাত্রী বোঝাই বাসে হামলার ঘটনায় নয়জন তীর্থযাত্রী নিহত হয় এবং একজন সেনাও নিহত হয়। এছাড়াও এই হামলায় শিশুসহ ৬ সেনা ও বহু যাত্রী আহত হয়েছেন। এরপরই অমরনাথ যাত্রায় সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বৈঠকে বসেছেন শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

সম্প্রতি, রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় চারটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যার পরে রবিবার দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়। এই বৈঠকে অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা করছেন। এছাড়া ২৯শে জুন থেকে শুরু হতে যাওয়া অমরনাথ যাত্রার প্রস্তুতি এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হচ্ছে। সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

আজকের এই বৈঠকটিও গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি জম্মু ও কাশ্মীরে পরপর বেশ কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে, যার পরে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে এবং অমরনাথ যাত্রায় যাতে কোনও ধরণের নাকশতার ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য, আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অমরনাথ পৌঁছানোর জন্য, তীর্থযাত্রীরা জম্মু ও কাশ্মীরের দুটি রুট ব্যবহার করে, বালতাল এবং পাহলগাম। গত বছর ৪.২৮ লক্ষেরও বেশি মানুষ অমরনাথ দর্শনে গিয়েছিলেন। সেখানে চলতি বছর এই সংখ্যা ৫ লাখ পেরিয়ে যাবে বলেই অনুমান প্রশাসনের।

jammu and kashmir amarnath yatra amit shah
Advertisment