Advertisment

আইনজীবীর সুইসাইড নোটে বিজেপি বিধায়কের নাম, মীরাট এসএসপি-র অফিসে ধর্না উকিলদের

অভিযুক্ত বিজেপি বিধায়ক দীনেশ খটিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে এদিন এসএসপি-র অফিসে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইনজীবী ওঙ্কার তোমরের আত্মহত্যায় প্ররোচনা আছে বিজেপি বিধায়কের। এই অভিযোগে মীরাট এসএসপি (SSP)-র অফিসে বিক্ষোভ দেখালেন শহরের আইনজীবীরা। অভিযুক্ত বিজেপি বিধায়ক দীনেশ খটিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে এদিন এসএসপি-র অফিসে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। দীনেশ খটিক মুর্দাবাদ স্লোগান তোলেন তাঁরা। আইনজীবীদের আরও অভিযোগ, 'হস্তিনাপুরের ওই বিধায়ক দীনেশ খটিককে গ্রেফতারিতে গড়িমসি করছে পুলিশ।'

Advertisment

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুইসাইড নোটে ওই আইনজীবী দীনেশ খটিক আর কয়েকজন বিজেপি নেতাকে অভিযুক্ত করে গিয়েছেন। জানা গিয়েছে, সম্প্রতি তোমরের ছেলের বিবাহ সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছিল। পুত্রবধূর পরিবার পণ দাবির অভিযোগ তুলে খটিকের দ্বারস্থ হয়েছিলন। আদালতের বাইরে ১৫ লক্ষ টাকার বিনিময়ে এই সমস্যা মেটাতে তোমার পরিবারের ওপর চাপ দেওয়া শুরু করেন দীনেশ। স্থানীয় থানায় এমন অভিযোগ দায়ের করেছেন দিব্যেশ তোমর। সেই চাপেই আত্মহত্যা করেছেন বাবা। এমনটাই অভিযোগ দিব্যেশের।

Lawyer SSP Meerut
Advertisment