/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/bipin-rawat-759.jpg)
সারা দেশ যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল, দেশের সেই অশান্ত ময়দানে এবার নামলেন সেনাবাহিনীর প্রধান বিপিন সিং রাওয়াত। বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান বলেন, "তাঁরা নেতা নয়, যারা মানুষকে ভুল পথে চালনা করে নিয়ে যান।" নয়াদিল্লিতে স্বাস্থ্য সম্মেলনের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, "সম্প্রতি আমরা দেখেছি কয়েকজনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিপুল সংখ্যক পড়ুয়ারা যেভাবে শহরে শহরে অগ্নিসংযোগ করছে এবং হিংসা ছড়াচ্ছে, তাকে নেতৃত্ব দেওয়া বলে না।"
#WATCH Army Chief Gen Bipin Rawat: Leaders are not those who lead ppl in inappropriate direction. As we are witnessing in large number of universities&colleges,students the way they are leading masses&crowds to carry out arson&violence in cities & towns. This is not leadership. pic.twitter.com/iIM6fwntSC
— ANI (@ANI) December 26, 2019
প্রসঙ্গত, আগামী ৩১ ডিসেম্বরে অবসর নেবেন সেনাবাহিনী প্রধান বিপিন সিং রাওয়াত। কর্মজীবনের শেষ লগ্নে এসে নেতৃত্ব দেওয়াকে 'অত্যন্ত জটিল ব্যাপার' বলেই উল্লেখ করেছেন। তিনি বলেন, "নেতৃত্ব দেওয়ার অর্থ হল এগিয়ে নিয়ে যাওয়া। তাই যদি হয় তাহলে নেতৃত্ব দেওয়ার মধ্যে কোনও কঠিন তো কিছু নেই। আসলে আপনি যখন এগিয়ে নিয়ে যাবেন, তখন সবাই আপনাকেই অনুসরণ করবে। সেটা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়। আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও, তাঁর মধ্যে অনেক গুরুদায়িত্ব রয়েছে।"
সিএএ এবং এনআরসি ইস্যু নিয়ে যে হিংসাত্মক বিক্ষোভে উত্তাল হয়েছিল দেশ, যার ফলস্বরূপ কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন,ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সরকারি সম্পত্তি, সংঘর্ষে জড়িয়েছেন পুলিশ-নাগরিক। সেই প্রেক্ষিতেই এদিন বিপিন রাওয়াত বলেন, "নেতৃত্ব দেওয়ার অর্থ হল নিজের ক্ষমতা সম্পর্কে জ্ঞাত হওয়া।" প্রসঙ্গত, দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী প্রধানের সমালোচনা করেছিলেন এআইআইএমআইএম নেতা আসাদউদ্দীন ওয়াইসি। সেই প্রেক্ষিতেই বিপিন রাওয়াতের এই মন্তব্য, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।