কবে ভারতের বাজারে ভ্যাকসিন উপলব্ধ হবে, সরবরাহের নিয়ম থেকে ভ্যাকসিন উৎপাদনের খুঁটিনাটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই সব কাজ খতিয়ে দেখতে শনিবার তিন শহর সফরে যান নরেন্দ্র মোদী। আমেদাবাদ, পুনে, হায়দ্রাবাদে প্রধানমন্ত্রীর পরিদর্শন দেখে উচ্ছ্বসিত স্বাস্থ্যমন্ত্রী জানান, মোদী মেজর জেনারেলের মত সব দেখভাল করছেন।
Advertisment
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কথায়, "সেনাবাহিনীর জেনারেলের মত এই চেষ্টাকে নেতৃত্ব দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। তিনি আজ তিন শহরে গিয়ে ভ্যাকসিনের উৎপাদন এবং তার সমস্ত খুঁটিনাটি দেখভাল করবেন।এ থেকেই বোঝা যায় এই অতিমারী নিয়ে তিনি কতটা চিন্তিত।"
#कोरोना के खिलाफ़ लड़ाई में PM श्री @narendramodi जी एक सेनापति की भांति देश में किए जा रहे प्रयासों को नेतृत्व दे रहे हैं। वैक्सीन के विकास व विनिर्माण की प्रक्रिया की समीक्षा के लिए आज 3 शहरों की उनकी यात्रा यह दर्शाती है कि वे इस महामारी को लेकर कितने गंभीर हैं। @PMOIndiapic.twitter.com/Ksino7tPj8
প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইটে বলা হয়েছে, ভ্যাকসিন তৈরি থেকে অন্যান্য সব খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর নিতে শনিবার দেশের তিন শহরে যাবেন প্রদানমন্ত্রী। আমেদাবাদে জাইডাস ক্যাডিলা, হায়দরাবাদে ভারত বায়োটেক ও পুণের সেরাম ইনস্টিটিউট-এর গবেষণাগারে যাবেন তিনি।
দেশে কোভিড ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে রয়েছেন জাইডাস ক্যাডিলা, ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউট। জাইডাস ক্যাডিলা-র তরফে বলা হয়েছে, অগাস্টেই তাদের তৈরি ভ্যাকসিন জাইকভ-ডি-র প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ। চলছে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল।