করোনা কালে লকডাউনের সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা। কিন্তু পরবর্তীকালে এত মানুষের দুর্দশা, এত শ্রমিকদের মৃত্যু হল পথে, কিন্তু তাঁদের কোনও তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। সংসদ থেকে কেন্দ্রবিরোধী সুর চড়িয়েছিল বিরোধী দলগুলি। করোনা পর্বে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার পরিযায়ী শ্রমিকদের নতুন তথ্যভাণ্ডার তৈরি করছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এবং সেই কাজের জন্য অন্যান্য মন্ত্রকের সাহায্যও নিচ্ছে শ্রম মন্ত্রক। পরিযায়ী ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আগামী বছর মে-জুন মাসের মধ্যে সেই ডেটাবেস তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্র সরকার মনরেগা এবং এক দেশ, এক রেশন কার্ডের মতো প্রকল্পের আওতায় থাকা শ্রমিকদের ডেটাবেস এবং ইএসআইসি-ইপিএফও থেকেও তথ্য নিয়ে একটি ইউনিক ডেটাবেস তৈরি করবে। ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার একটি নয়া পোর্টাল তৈরি করছে শ্রমিকদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ। সেখানে আধার কার্ডের ডেটাও ব্যবহার করা হবে। শ্রমমন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "কেন্দ্রীয় অনুমোদন মিলেছে। এনআইসির সঙ্গে বৈঠকও হয়েছে দু-তিনটি। একটি পোর্টাল তৈরি হচ্ছে। এর জন্য তহবিলও রয়েছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে।"
আরও পড়ুন গো-সংরক্ষণের জন্য বিল পাশ কর্ণাটকে, বিধানসভাতেই সাড়ম্বরে গরু পুজো বিজেপির
এনআইসি এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য আগামী ৬ মাস সময় নিয়েছে। তার মধ্যেই তৈরি হয়ে যাবে এই পোর্টাল। করোনা অতিমারী দেখিয়ে দিয়েছে দেশে পরিযায়ী শ্রমিক-অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কী দুরাবস্থা। আর সেই থেকেই শিক্ষা নিয়ে একটি ইউনিক ডেটাবেস তৈরি করছে কেন্দ্র। এই পোর্টালের মাধ্যমে দেশের সমস্ত অংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের তথ্য সংগ্রহ করে রাখবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এই পোর্টালের মাধ্যমে আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে ২০-২৫ কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের নাম নথিভুক্ত হয়ে যাবে বলে মনে করছে কেন্দ্র।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন