scorecardresearch

অতিমারী থেকে শিক্ষা: পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমীক্ষা, প্রথম কোন রাজ্য?

পরিযায়ী শ্রমিকদের জন্য অতিমারী পরিস্থিতি ছিল জীবন-জীবিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Jharkhand Migrant Survey, Covid crisis, Migrants, Safe and Responsible Migration Initiative (SRMI), Indian Express, India news, current affairs

কোভিড (COVID 19) সংকটের সময়, যেখানে পুরো বিশ্ব কোভিডের সঙ্গে লড়াই জারি রেখেছিল সেই সময়, পরিযায়ী শ্রমিকদের সংকট ভারতে প্রকট আকার ধারণ করে। পরিযায়ী শ্রমিকদের জন্য অতিমারী পরিস্থিতি ছিল জীবন-জীবিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। থাকা-খাওয়ার সংকটের মধ্যে কাজ চলে যাওয়ায় হাজার হাজার শ্রমিক রেলপথ, সড়কপথ ধরে হেঁটে বাড়ি ফেরে। করোনা মহামারীর কালে ঝাড়খণ্ডে প্রায় সাড়ে আটলক্ষ পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে নিজ রাজ্যে ফিরে এসেছে।পরিযায়ী সংকটের, কথা মাথায় রেখে এখন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যজুড়ে একটি সমীক্ষা অভিযান শুরু করতে চলেছে।

ঝাড়খণ্ড পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমীক্ষা চালাবে

২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে প্রথম ঝাড়খন্ড অভিবাসী সমীক্ষা (জেএমএস) পরিচালনার আধীনে ইতিমধ্যেই রাজ্যের ২৪টি জেলার প্রায় এগারো হাজার পরিবারকে চিহ্নিত করা হয়েছে। আধিকারিক এবং গবেষকরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন পরিযায়ী শ্রমিকদের কাজের প্রধান ক্ষেত্রগুলিকে ম্যাপিং করা, পরিবারের জন্য উপলব্ধ সামাজিক সুরক্ষা সুবিধাগুলি খুঁজে বের করা এবং তাদের স্বাস্থ্যের ঝুঁকিগুলি চিহ্নিত করার কাজ প্রাথমিক পর্যায়ে করা হবে।

এই উদ্যোগটি ঝাড়খণ্ডের নিরাপদ এবং দায়িত্বশীল পরিযায়ী শ্রমিক উদ্যোগের (SRMI) অংশ, ২০২১ সালের শেষের দিকে এটি চালু করা হয়েছিল এবং রাজ্যে পরিযায়ী শ্রমিকদের একটি ডাটাবেস তৈরি করা এই মিশনের আওতায় রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Lessons from covid jharkhands first survey of migrants