Advertisment

ইউক্রেন ইস্যুতেই জোর দিলেন বাইডেন, বৈঠকে রাশিয়ার নাম মুখে আনলেন না মোদী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে মোদীকে বললেন বাইডেন।

author-image
IE Bangla Web Desk
New Update
usa monitoring some recent concerning human rights violations in India blinken

দিল্লিকে কড়া বার্তা আমেরিকার।

ইউক্রেনের জন্য মানবিক পদক্ষেপ এবং রাশিয়ার হামলাকে তীব্র নিন্দা করার জন্য ভারতের উদ্যোগকে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বাইডেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন।

Advertisment

এদিন বৈঠকে রাশিয়ার নাম মুখে না আনলেও নিরীহ মানুষদের হত্যা এবং ইউক্রেনের বুচা শহরে নির্বিচারে গণহত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। তিনি বলেছেন, ভারত এর তীব্র নিন্দা করছে এবং স্বতন্ত্র নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। এই প্রথমবার বুচা গণহত্যা নিয়ে সরব হলেন মোদী। সম্প্রতি এই নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি এবং বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সরব হয়েছিলেন।

মোদী জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় বসা উচিত। সরাসরি দুজনের কথা হলেই সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন মোদী। এদিনের বৈঠকের পর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বিশ্বের বৃহৎ দুই গণতন্ত্রের নেতা হিসাবে মোদী-বাইডেন তাঁদের অঙ্গীকার নিয়ে কথা বলেছেন। সেইসঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমস্ত দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক একতার কথা নিয়ে আলোচনা করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আঞ্চলিক অস্থিরতা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলেও কাশ্মীরের সমাধান ছাড়া তা অসম্ভব’, সাফ কথা শাহবাজের

এদিন হোয়াইট হাউসে ভিডিও কনফারেন্সে ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। আগামী ২৪ মে জাপানে কোয়াড নেতাদের সম্মেলনে মোদীর সঙ্গে মুখোমুখি কথা বলার জন্য আগ্রহী বাইডেন। গত মার্চে শেষবার তাঁরা ভার্চুয়ালি কথা বলেছিলেন।

Joe Biden Russia-Ukraine War PM Narendra Modi
Advertisment