লেভেলক্রসিংয়ে গেট অনেকক্ষণ আগেই ফেলে দিয়েছেন প্রহরী। ট্রেনও এসে গিয়েছে। পোঁ, পোঁ করে হর্ন মেরেই চলেছেন মালগাড়ির চালক। কিন্তু তাতেও তাঁদের কোনও ভ্রুক্ষেপ নেই। দু’চাকা, চারচাকা, দু’পা, কারওরই কোনও মাথাব্যথা নেই। এমন কাণ্ড দেখে রীতিমতো কালঘাম অবস্থা প্রহরীর। শুধু প্রহরীই নয়, ওই লেভেলক্রসিং পেরোতে গিয়ে হিমশিম অবস্থা মালগাড়ি চালকেরও। সেই আম আদমি কারও কথা শোনারই পাত্র নয়। এমনকি, তাঁদের দাঁড়াতে বললে উল্টে চোখরাঙানি। এমন দৃশ্যখানাই ভাইরাল নেট দুনিয়ায়।
দেশের কোনও এক লেভেলক্রসিংয়ের এহেন দৃশ্য দেকে তাজ্জব নেটিজেনরা। দশেরার দিন অমৃতসরের কাছে মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটেনি। তারমধ্যেই পথচলতি মানুষের এহেন আচরণ দেখে অনেকেই হতবাক। অমৃতসরের কাছে ধোবি ঘাটে রাবণ বধের অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রায় ৬১ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও অনেকে। যে ঘটনা ঘিরে তোলপাড় দেশ। সেই ঘটনার পরও মানুষের মধ্যে যে সচেতনতার বিন্দুমাত্র রদবদল হল না, তাই দেখাল ডা. গিল নামের এক টুইটার ব্যবহারকারীর তোলা এই ভিডিওতে।
আরও পড়ুন, অমৃতসরের দুর্ঘটনায় নিহতদের উদ্দেশে পদক উৎসর্গ করলেন বজরং
পশ্চিমবঙ্গেরও বিভিন্ন লেভেলক্রসিংয়ের ছবিটাও খানিকটা এরকম। লেভেলক্রসিংয়ের গেট পড়ে যাওয়ার পরও বহু মানুষই রেললাইন পারাপার করেন। এমনকি, বাইকচালকরাও লেভেলক্রসিংয়ে গেট পড়ে যাওয়ার পরও রেললাইন পারাপার করেন। এ দৃশ্য বড্ড চেনা। এখানে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, দোষ কার?
তবে লেভেলক্রসিংয়ে পথচলতি মানুষের এহেন কাণ্ডকারখানার নমুনা আখছার রয়েছে ইউটিউবে।
Read full Story in English