/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/air-759-latet.jpg)
ফাইল ছবি।
বিমানভাড়ার ঊর্ধ্ব ও নিম্ন সীমার ক্ষেত্রে সরকার ঘোষিত সময়কালের মেয়াদ ২৪ অগাস্টের পরও সম্প্রসারিত হতে পারে, এমন ইঙ্গিতই দিল কেন্দ্র সরকার। শনিবার অসামরিক বিমান পরিবহণ সচিব পি এস খারোলা জানিয়েছেন, পরিস্থিতি কেমন থাকে, তার উপর ভিত্তি করে ২৪ অগাস্টের পরও বিমানভাড়ার ঊর্ধ্ব ও নিম্ন সীমা বলবত থাকতে পারে । উল্লেখ্য়, ৩ মাসের জন্য় বিমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বেঁধে দিয়েছিল সরকার, যার সময়সীমা ২৪ অগাস্ট পর্যন্ত।
এ প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে পি এস খারোলা জানান, পরিস্থিতি কেমন থাকে, তার উপর ভাড়ার বিষয়টি দেখতে হবে''। উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে প্রায় ২ মাস ধরে দেশে বন্ধ ছিল বিমান পরিষেবা। এরপর গত ২৫ মে থেকে দেশে ঘরোয়া বিমান পরিষেবা শুরু করা হয়। তবে দেশে ঘরোয়া বিমান পরিষেবা শুরু হলেও এখনও বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। আপাতত দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘গালওয়ান উপত্য়কা চিনেরই অংশ’, সংঘাতের আবহে ফের দাবি বেজিংয়ের
????LIVE at 2:30 PM????
Union Civil Aviation Minister @HardeepSPuri to address a press conference on flight operations and related issues
????National Media Centre
Watch on PIB's????
YouTube: https://t.co/Y0qKSevyUY
Facebook: https://t.co/ykJcYlvi5b— PIB India (@PIB_India) June 20, 2020
অন্য়দিকে,আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে ইতিমধ্য়ে বন্দে ভারত মিশন শুরু হয়েছে গত ৬ মে থেকে। বিশেষ বিমানে করে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানো হচ্ছে। এ প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে মিশনের তৃতীয় ও চতুর্থ ধাপে বেসরকারি বিমান সংস্থাগুলিকে ৭৫০টি আন্তর্জাতিক উড়ান চালানোর জন্য় অনুমোদিত করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন