Lisa Nandy Named New U.K. Culture Minister: ব্রিটিশ সরকারে মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত লিসা নন্দী। ব্রিটেনে সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পর নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত সাংসদ লিসা নন্দীকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। ৪৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত লিসা নন্দীকে নতুন সরকারের সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ব্রিটেনের নতুন সরকারে উপপ্রধানমন্ত্রী করা হয়েছে অ্যাঞ্জেলা রেনারকে। ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনও মহিলা উপপ্রধানমন্ত্রী হলেন। ব্রিটেনে, কের স্টার্মারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রীর মধ্যে রেকর্ড ১১ জন মহিলা রয়েছেন। এর মধ্যে ভারতীয় বংশোদ্ভূত লিজা নন্দী। তিনি উইগান থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। ৪৪ বছর বয়সী লিসা নন্দী সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটি তাঁর কাছে অবিশ্বাস্য এক সুযোগ।
আরও পড়ুন : < Worli hit-and-run case: পুনে কাণ্ডের ছায়া! বনেটে ঝুলছেন মহিলা, টেনে হিঁচড়ে নিয়ে গেল চালক! মৃত্যুতে ধুন্ধুমার >
উল্লেখ্য, লিজার বাবা দীপক নন্দী একজন শিক্ষাবিদ। কলকাতা থেকে তিনি ম্যাঞ্চেস্টারে গিয়েছিলেন। সেখানে এক ব্রিটিশ মহিলাকে বিয়ে করেন তিনি। ১৯৭৯ সালের ৯ অগস্ট ম্যাঞ্চেস্টারে জন্ম লিসার। পড়াশোনা শেষ করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করতে তিনি। এর আগে তিনি লেবার পার্টির কাউন্সিলরও ছিলেন। নানান ধরনের গবেষণামূলক ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।