Advertisment

‘লিভ-ইন সামাজিকভাবে বৈধ নয়’, যুগলের আবেদন খারিজ করে মন্তব্য পাঞ্জাব হাইকোর্টের

এই মামলায় আবেদনকারী যুগলের একজনের বয়স ১৯ আর একজনের ২২।

author-image
IE Bangla Web Desk
New Update
Live-in Relationship, Punjab High Court

লিভ-ইন সম্পর্ক সামাজিক এবং নীতিগত ভাবে গ্রহণযোগ্য নয়। সম্প্রতি এক পর্যবেক্ষণে এই রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। পাশাপাশি দুই তরুণ যুগলের লিভ-ইনে বৈধতা চেয়ে দায়ের করা মামলা খারিজ করেছে হাইকোর্ট। তাঁদের সম্পর্ককে মান্যতা দিয়ে নিরাপত্তা দিক পাঞ্জাব পুলিশ। এই আবেদনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই যুগল।

Advertisment

কিন্তু পর্যবেক্ষণে হাইকোর্টর বিচারপতি এইচএস মদন আবেদন খারিজ করে বলেছেন, ‘লিভ-ইনে সম্পর্কে আইনি বৈধতা চেয়ে এই মামলা দায়ের হয়েছে। কিন্তু নীতিগত এবং সামাজিক ভাবে এই সম্পর্ক গ্রহণযোগ্য নয়। তাই পাঞ্জাব পুলিশকে নিরাপত্তা প্রদানে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়।‘

জানা গিয়েছে, এই মামলায় আবেদনকারী যুগলের একজনের বয়স ১৯ আর একজনের ২২। কিন্তু দুজনেই একই গোত্রের হওয়ায় তাঁদের সম্পর্ক মানতে নারাজ মেয়েটির পরিবার। তাই দু’জনেই লিভ-ইন থাকতে শুরু করে। কিন্তু বাড়ির ভয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়ে বিয়ে পর্যন্ত নিরাপত্তার আবেদন করে।

Punjab High court Live-in relationship in India Punjab Police
Advertisment