Advertisment

New Farakka Express train LIVE status: রায়বরেলিতে নিউ ফারাক্কা এক্সপ্রেসের ৯ কামরা লাইনচ্যূত, মৃত কমপক্ষে ৭

rae bareli new farakka express 14003 train LIVE status: ১৪০০৩ নিউ ফারাক্কা এক্সপ্রেস ছেড়েছিল পশ্চিমবঙ্গের মালদা স্টেশন থেকে। লাইন চ্যুত কামরাগুলিতে একাধিক যাত্রী আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

UP rae bareli new farakka express rail train LIVE status: লাইনচ্যুত নিউ ফারাক্কা এক্সপ্রেস। ছবি : এএনআই

New Farakka Express train LIVE status: উত্তরপ্রদেশের রায়বরেলির কাছে বুধবার সকাল ৬টা নাগাদ নিউ ফারাক্কা এক্সপ্রেসের পাঁচটি কামরা লাইনচ্যূত হয়ে যাওয়ায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। ১৪০০৩ নিউ ফারাক্কা এক্সপ্রেস ছেড়েছিল পশ্চিমবঙ্গের মালদহ স্টেশন থেকে। বুধবার বেলা ২টো ৩০ মিনিট নাগাদ নিউদিল্লি স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। লাইনচ্যূত কামরাগুলিতে আতঙ্কগ্রস্থ অবস্থায় একাধিক যাত্রী আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

ঘটনাস্থলের নিকটবর্তী হরচাঁদপুর রেল স্টেশনে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল কাজে নেমেছে। জরুরি ওষুধপত্র-সহ ডাক্তারদের দলও পাঠানো হয়েছে। অকুস্থলে উপস্থিত রয়েছেন জেলা শাসক এবং পুলিশের সুপারিনটেনডেন্ট। পরিস্থিতি খতিয়ে দেখতে রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহিয়া ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

UP Rae Bareli New Farakka Express train derails LIVE Status:

3:05 PM নিহতদের প্রতি সমবেদনা জানালেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ

2:05 PM মালদহ স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোলরুম

Controll Room

2:00 PM দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেসে আহতদের তালিকা। মালদহ থেকে যাওয়া ২৯ জন যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন।

LIST LIST

12:16 PM  ঘটনাস্থল পরিদর্শনে এসেছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। এডিজি জানিয়েছেন তাঁদের রিপোর্ট পাওয়ার পরেই লাইনচ্যূত হওয়ার কারণ জানা যাবে।

12:14 PM এখনও পর্যন্ত এই ঘটনার জেরে পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। ন'টি ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। এমনটাই খবর সংবাদ সংস্থা এএনআই-এর।

11:47 AM ঘটনাস্থলে রয়েছে ৪০ সদস্যের ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। দলে সিনিয়র আধিকারিকদের মধ্যে ডিএম, এসপি ও সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রয়েছেন। ৩০০ যাত্রীকে উদ্ধার করার জন্য ছ’টি বাস পাঠানো হয়েছে এখানে।

10:48 AM রেলমন্ত্রী পীযূশ গোয়েল নিহতদের জন্য ৫ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষনা করলেন। ভীষণ আহতদের পরিবারকে ১ লাখ টাকা দেবে সরকার।

10:29 AM পুলিশের ল এন্ড অর্ডার আধিকারিক আনন্দ কুমার জানালেন, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত সাত জান। মোট ১৩জন যাত্রী আহত। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

publive-image হরছন্দপুর রেল স্টেশনে নিউ ফারাক্কা এক্সপ্রেস express photo by vishal srivastav

10:02 AM আহতদের প্রত্যেককে নিয়ে যাওয়া হচ্ছে জেলা হাসপাতালে। সমানতালে চলছে উদ্ধারকার্য। 

9:41 PM মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষনা করলেন ঘটনায় নিহতদের পরিবারকে ২লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন এবং আহতদের সাহায্য করা হবে ৫০,০০০ টাকা দিয়ে।

publive-image চলছে উদ্ধারকার্য, express photo by vishal srivastav

9:29 AM উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর যাত্রীদের সমস্ত সুবিধা প্রদান করার নির্দেশ দিয়েছেন। জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পিটিআইয়ের খবর অনুযায়ী, রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানিও যাচ্ছেন ঘটনাস্থলে।

9:26 AM পাটনা স্টেশনের হেল্পলাইন নম্বর

BSNL;-

(1) 0612-2202290

(2) 0612-2202291

(3) 0612-2202292

Rly Phone No-

025-83288

9:15AM দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটিকে বারাণসী ও লখনউ স্টেশনের মাঝে রাখা হয়েছে। মনে করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।

দীনদয়াল উপাধ্যায় জংশনের (মোগলসরাই) হেল্পলাইন নম্বর-

BSNL-05412-254145

Railway-027-73677

accident
Advertisment