Advertisment

‘কোল্ড ড্রিংক’সের বোতলে ভাসছে মৃত টিকটিকি, অভিযোগের ভিত্তিতে সিল McDonald’s রেস্তোরাঁ

ঘটনার পরিপ্রেক্ষিপ্তে ম্যাকডোনাল্ডসেট তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
AMC seals McDonald’s outlet

ঠাণ্ডা পানীয়’র বোতলে মিলল মৃত টিকটিকি। আর তাতেই সরগরম ম্যাকডোনাল্ডের একটি আউটলেট।

ঠাণ্ডা পানীয়’র বোতলে মিলল মৃত টিকটিকি। আর তাতেই সরগরম ম্যাকডোনাল্ডের একটি আউটলেট। শনিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিল করা হল আউটলেটটি। ঘটনাটি আহমেদাবাদের।  

Advertisment

পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করতে এদিন সোলায় ম্যাকডোনাল্ডের একটি আউটলেটে আসেন ভার্গব জোশী। তার অভিযোগ খাবারের সঙ্গে ঠাণ্ডা পানীয়ও অর্ডার করেন তিনি। পানীয়’র বোতল খুলতেই দেখা যায় তাতে একটি মৃত টিকটিকি ভাসছে।

সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে তিনি তা আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা সামনে আসতেই আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ফুড অ্যান্ড সেফটি আধিকারিক দেবাং প্যাটেল ঘটনাস্থলে আসেন এবং ঠাণ্ডা পানীয়’র নমুনা সংগ্রহ করে ফরেন্সিক তদন্তে পাঠান এবং সিল করা হয়েছে ম্যাকডোনাল্ডের আউটলেটটি।

এই ব্যাপারে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “বৃহত্তর জনস্বাস্থ্য সুরক্ষা’র জন্য এই আউটলেটটি সিল করা হয়েছে”। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিপ্তে ম্যাকডোনাল্ডসেট তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে লেখা হয়েছে, “ম্যাকডোনাল্ডস-এ, আমরা আমাদের সমস্ত গ্রাহকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ”।

তাতে আরও বলা হয়েছে, “গুণমান, পরিষেবা, পরিচ্ছন্নতাই আমাদের ব্যবসার মুল ভিত্তি। নিয়মিত রান্নাঘর এবং রেস্তোরাঁ পরিষ্কার এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা আমাদের ব্যবসার প্রতিদিনের একটি অঙ্গ। আহমেদাবাদের ঘটনা অনভিপ্রেত। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। প্রাথমিক ভাবে আমাদের তরফে কোন ত্রুটি ধরা পড়েনি। আমরা কর্তৃপক্ষকে সবরকম সাহায্য করতে প্রস্তুত”।  

Read full story in English

Ahmedabad McDonald’s
Advertisment