লকডাউনে পরিযায়ীদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের ভাড়া মেটাবে কংগ্রেস। সোনিয়া গান্ধীর এই ঘোষণা ঘিরেই সোমবার দিনভর সরগম রইল জাতীয় রাজনীতি। পরে ঢোক গিলে রেল জানাল, অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরাতে কোনও টিকিট বিক্রি করেনি ভারতীয় রেল, বিক্রির কথা বলাও হয়নি। মোট খরচের মাত্র ১৫ শতাংশই নেওয়া হচ্ছে। যা স্ট্যান্ডার্ড ভাড়া হিসেবেই ধার্য করা হয়েছে। রাজ্যগুলির পক্ষ থেকে দেওয়া তালিকার ভিত্তিতেই যাত্রীদের ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট আসন দেওয়ার জন্য একটি পাস বিলি করা হয়েছে শ্রমিকদের মধ্যে। রেলমন্ত্রকের দাবি, স্পেশ্যাল এই ট্রেনগুলি চালাতে ৮৫ শতাংশই ভর্তুকি দিচ্ছে তারা।
পাশাপাশি আরও জানান হয়েছে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে ট্রেনের বেশ কিছু অংশ খালি রাখা হচ্ছে। অভিবাসী শ্রমিকদের বিনামূল্যে খাবার ও জলের বোতল দেওয়া হচ্ছে বলেও ঘোষণা জানিয়েছে রেলমন্ত্রক। বিভিন্ন এলাকায় প্রায় ৩৪টি শ্রমিক ট্রেন চালান হবে বলেও জানানো হয়েছে রেলের তরফে।
আরও পড়ুন- বিদেশে আটকে থাকা ভারতীয়দের ৭ মে থেকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
স্বস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগারওয়াল বলেন, 'কেন্দ্রীয় সরকার প্রথমে বলেছিল রাজ্যগুলিকে পরিবহণের ব্যবস্থা করতে। রাজ্যগুলি তখন বলে, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করুক কেন্দ্র। তারপর ঠিক হয় শ্রমিকদের যাতায়াতের ভাড়ার ৮৫ শতাংশ রেল বহন করবে। বাকি ১৫ শতাংশ দেবে.সংশ্লিষ্ট রাজ্য।' প্রসঙ্গত, ১ মে তারিখের নির্দেশিকায় রেল বলেছিল, সুপারফাস্টের চার্জ হিসেবে ৫০ টাকা এবং অন্যান্য খরচ বাবদ ২৫ টাকা অর্থাৎ ৭৫ টাকা অতিরিক্ত দিতে হবে শ্রমিকদের।
রাজ্যের আর্জির ভিত্তিতে ট্রেনগুলি বহন ক্ষমতার দুই তৃতীয়াংশ যাত্রী নিয়ে চলছে। ফেরার সময়ও সম্পূর্ণ ফাঁকা থাকছে। মাঝে খেতেও দেওয়া হচ্ছে যাত্রীদের। এই পরিস্থিতিতে ব্যয়ের কিছুটা মেটাতেই রাজ্যগুলির থেকে মাত্র ১৫ শতাংশ অর্থ আদায়ের দাবি করা হয়েছে। রেলমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সোমবার সকালেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মোদী সরকারকে তোপ দেগে জানান, কেন্দ্রীয় মাত্র চার ঘন্টার নোটিসে দেশে লকডাউন করেছে। ফলে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার সুযোগটুকু পাননি। কাজ বন্ধ হওয়ায় তাঁদের হাতে টাকা নেই। এখন টাকা চাওয়া হচ্ছে। পরিযায়ীদের বাড়ি ফেরার জন্য ট্রেনের সব খরচ বহন করবে কংগ্রেস। সরব হয় অন্যান্য বিরোধী দলগুলিও। এরপরই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল রেলের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন