Advertisment

'পিকনিকের বদলে বিশিষ্টদের কাশ্মীরের আসল ছবি দেখানো হোক', কেন্দ্রকে নিশানা 'গৃহবন্দি' মুফতির

চলতি মাসের ৭ তারিখই মেহেবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Locked up in house again pdp leader Mehbooba Mufti says dignitaries must be shown real picture of Kashmir

পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি।

ফের গৃহবন্দি পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। তাঁপ দাবি, ত্রালে সেনার হাতে জখম এক পরিবার। তাঁদের সঙ্গে দেখা করতেই এ দিন মেহেবুবা মুফতির সেখানে যাওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে গৃহবন্দি করা হয়েছে। টুইটে এই খবর জানানোর সঙ্গেই গুপকার রোডে তাঁর বাড়ির মূল দরজার সামনে সেনার সাঁজোয়া গাড়িরও ছবি পোস্ট করেছেন মেহেবুবা।

Advertisment

টুইটে পিডিপি নেত্রী লিখেছেন, 'সেনার হাতে নিগৃহীত এক পরিবার সদস্যের সঙ্গে দেখা করতে ত্রালে যাওয়ার চেষ্টা করতেই আমাকে আজ ফের ঘরবন্দি করা হল। ভারত সরকারের সাজানো ও নির্দেশিত পিকনিক সফরের বদলে বিশিষ্টদের কাশ্মীরের প্রকৃত এই ছবি দেখা উচিত।'

পুলওয়ামার ছোট্ট ত্রাল শহরে সেনাবাহিনীর হাতে নিগৃত হয় একটি পরিবার। গুরুতরআহত এক মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবারই টুইটে এই অভিযোগ করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি। তাঁর দাবি, ত্রাল সহ উপত্যকার নানা জায়গায় এই ধরণের অভিযোগ প্রায়ই শোনা যায়। সেই নিগৃহীত পরিবারের সঙ্গে আজ তাঁর দেখা করার পরিকল্পনা ছিল।

চলতি মাসের ৭ তারিখ মেহেবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছিল। সেবারও নিজেই টুইটে এ কথা দাবি করেছিলেন তিনি। টুইটে তিনি লিখেছিলেন যে, 'ভারত সরকার আফগানিস্তানের বাসিন্দাদের অধিকার নিয়ে চিন্তা করছে। কিন্তু, কাশ্মীরিদের অধিকারের বিষয়টি ইচ্ছাকৃতভাবে অস্বীকার করছে। আমাকে আজ গৃহবন্দি করে রাখা হল। কাশ্মীরে সব কিছু স্বাভাবিক, কেন্দ্রের এই দাবি মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে।'

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা সৈয়দ আলী শাহ গিলানির প্রয়াণের পর পরই উপত্যাকাজুড়ে নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। বিচ্ছিন্নতাবাদী ওই নেতার পরিবারকে তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে দেওয়া হয়নি, যার বিরুদ্ধে সরব হন মেহেবুবা। সরকারের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। যার পরই পিডিপি নেত্রীর গৃহবন্দির দাবি কাশ্মীরি রাজনীতিতে বেশ তাৎপর্যবাহী হয়ে উঠেছিল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mehbooba Mufti PDP Modi Government Jammu-Kashmir
Advertisment