Lok Sabha election results 2024 and Narendra Modi: তৃতীয়বার এনডিএ-তে আস্থা রেখেছেন দেশবাসী। লক্ষ্যপূরণ হয়নি। ৪০০ পার করতে পারেনি বিজেপি। তবুও ফের এনডিএকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisment
এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর কেন্দ্রে সরকার গঠন অনিশ্চিত। লক্ষ্য ৪০০ দূর। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। এমনকী, ৩০০-র দোরগোড়ায় থমকে গিয়েছে এনডিএ-ও। তারপরও মঙ্গলবার দেশবাসীর রায় মাথা পেতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বুঝিয়ে দিলেন, বিজেপি আশা হারাতে নারাজ।
বর্তমানে এনডিএ এবং ইন্ডিয়া উভয় জোটই কেন্দ্রে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। গোটা ছবিটা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। তার মধ্যেই মোদী-শাহ জুটি যে আশা ছাড়তে নারাজ, সেটা বুঝিয়ে, দেশবাসীকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, 'মানুষ তৃতীয়বার এনডি-র ওপর ভরসা রেখেছে।'
মঙ্গলবার সন্ধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে (টুইটার) লেখেন, 'জনগণ এনডিএ-তে আস্থা রেখেছেন। এই নিয়ে টানা তৃতীয়বার তাঁরা আস্থা রাখলেন। ভারতীয় রাজনীতির ইতিহাসে এটা এক ঐতিহাসিক কীর্তি। আমি জনতাকে এজন্য প্রণাম জানাই। তাঁদের আশ্বস্ত করছি, আমরা জনগণের আশা-আকাঙ্খা পূরণে ভালো কাজ চালিয়ে যাব। আমি আমাদের দলের সমস্ত কর্মীদেরকেও কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই। তাঁদের কঠোর পরিশ্রমের প্রশংসায় কোনও শব্দই যথেষ্ট নয়।'
এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর নরেন্দ্র মোদী ও অমিত শাহ শোভাযাত্রা করে দীনদয়াল উপাধ্যায় মার্গে পৌঁছেছিলেন। এবার আর তাঁদের সেসব করতে দেখা গেল না। সাদামাটাভাবে তিনি বিজেপির সদর দফতরে পৌঁছন। সেখানে দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশ্যে বার্তা দেন। এবার, রাম মন্দির, ৩৭০ ধারা বিলোপ, সিএএ লাগু করা-সহ একাধিক ইস্যুতে কার্যকরী ভূমিকা নেওয়ার দাবি করে নির্বাচনে নেমেছিল বিজেপি। কিন্তু, লোকসভা নির্বাচনে তার কোনও প্রভাব সেভাবে পড়ল না। এমনকী, রামমন্দির প্রতিষ্ঠার প্রভাবও পড়েনি। ফলে, মুখ থুবড়ে পড়েছে মোদীর 'অব কি বার চারশো পার' স্লোগান।