পিকে বিজু, সিপিআই(এম) সদস্য বলেন, "অনলাইন বাণিজ্যের বাজার ক্রমশ প্রসস্ত হচ্ছে, এই বাজারকে নিয়ন্ত্রণে আনার জন্য কোনো পদক্ষেপ করার প্রস্তাব নেই কেন বিলে"?
সংসদের অধিবেশনে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেন ৩২ বছর ধরে এই আইনে সংশোধন হয়নি। ক্রেতা অধিকারকে শক্তিশালী করে তোলার জন্য আইনে কিছু সংশোধন আনা জরুরি। সাংসদদের লক্ষ করে মন্ত্রী বলেন এটি বিতর্কিত কোনো বিল নয়, শুধুমাত্র উপভোক্তার অধিকারের কথা মাথায় রেখেই সংশোধন করা হচ্ছে।
আরএসপি সদস্য এনকে প্রেমচন্দ্রন একাধিক সংশোধনের প্রস্তাব দেন। আইইউএমএল সদস্য ইটি মহম্মদ বশির বলেন, "ক্রেতাসুরক্ষার আইনের সীমাবদ্ধতা দূর করতে পারবে না এই সংশোধন। ক্রেতাকে আমরা ভগবান বলি, কিন্তু ভাল করেই জানি কত ভাবে বঞ্চিত করা হয় ওঁদের"।
পিকে বিজু, সিপিআই(এম) সদস্য বলেন, "অনলাইন বাণিজ্যের বাজার ক্রমশ প্রসস্ত হচ্ছে, এই বাজারকে নিয়ন্ত্রণে আনার জন্য কোনো পদক্ষেপ করার প্রস্তাব নেই কেন বিলে"?