Advertisment

লোকসভায় পাশ হল ক্রেতা সুরক্ষা বিল

পিকে বিজু, সিপিআই(এম) সদস্য বলেন, "অনলাইন বাণিজ্যের বাজার ক্রমশ প্রসস্ত হচ্ছে, এই বাজারকে নিয়ন্ত্রণে আনার জন্য কোনো পদক্ষেপ করার প্রস্তাব নেই কেন বিলে"?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রামবিলাস পাসওয়ান (ফাইল)

কংগ্রেস এবং তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র বিক্ষোভের মাঝেই বৃহস্পতিবার লোকসভায় পাশ হল ক্রেতা সুরক্ষা বিল, ২০১৮। এবার বিল রাজ্যসভায় যাওয়ার অপেক্ষা। রাজ্যসভায় পাশ হলে 'ক্রেতা সুরক্ষা আইন, ১৯৮৬'-এর জায়গায় নতুন আয় আসবে।

Advertisment

লোকসভায় পেশ হওয়া বিলের প্রতিবাদ করেন ১১ জন সাংসদ। প্রতিবাদের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সদস্য সুনীল জাখার এবং সুস্মিতা দেব।

আরও পড়ুন, সারোগেসি বিল কী, জেনে নিন বিশদে

সংসদের অধিবেশনে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেন ৩২ বছর ধরে এই আইনে সংশোধন হয়নি। ক্রেতা অধিকারকে শক্তিশালী করে তোলার জন্য আইনে কিছু সংশোধন আনা জরুরি। সাংসদদের লক্ষ করে মন্ত্রী বলেন এটি বিতর্কিত কোনো বিল নয়, শুধুমাত্র উপভোক্তার অধিকারের কথা মাথায় রেখেই সংশোধন করা হচ্ছে।

পিকে বিজু, সিপিআই(এম) সদস্য বলেন, "অনলাইন বাণিজ্যের বাজার ক্রমশ প্রসস্ত হচ্ছে, এই বাজারকে নিয়ন্ত্রণে আনার জন্য কোনো পদক্ষেপ করার প্রস্তাব নেই কেন বিলে"?

Read the full story in English

Advertisment