Advertisment

করোনার প্রভাব আপনার শরীরে থাকতে পারে একবছর পর্যন্ত, জানাল গবেষণা

কোভিড থেকে সেরে ওঠার পর ১৬ মাস পর্যন্ত লং কোভিড সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid 19 corona omicron daily cases in India update 9 January 2022

অনেকের ক্ষেত্রে লং কোভিড হয়ে উঠতে পারে প্রাণঘাতী।

চিন, দক্ষিণ কোরিয়া, হংকং সহ বিভিন্ন দেশে নতুন করে ছড়াচ্ছে কোভিড আতঙ্ক। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, ভারতেও কি আছড়া পড়বে চতুর্থ ঢেউ? এরই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে প্রতিবেশী দেশে লকডাউন। তারই মধ্যে কোভিড পরবর্তী রোগ নিয়ে সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। কোভিড পরবর্তী রোগে বেশি আক্রান্ত হচ্ছেন মহিলারা। সেরে ওঠার এক মাস পরেও হচ্ছে মৃত্যু। হাইপারটেনশন, ডায়াবিটিসে যাঁরা ভুগছেন, তাঁদের ঝুঁকি সর্বাধিক। ল্যানসেটের রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ। কী জানানো হয়েছে এই রিপোর্টে? রিপোর্টে জানানো হয়েছে কোভিডে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তারা রোগ থেকে সেরে ওঠার পর ১৬ মাস পর্যন্ত লং কোভিড সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। এই সমস্যার মধ্যে রয়েছে, ক্লান্তি, হতাশা, ঘুমের ব্যাঘাত। তবে অনেকের ক্ষেত্রে লং কোভিড হয়ে উঠতে পারে প্রাণঘাতী।

Advertisment

বেঙ্গালুরুর ফোর্টিস হাসপাতালের কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট ভেঙ্কটেশ বাবু বলেন, “যে রোগীরা লং কোভিডের সমস্যা নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে বেশ কিছু মানসিক সমস্যা দেখা গিয়েছিল। তার মধ্যে রয়েছে একাকীত্ব, অসহায় অনুভব,প্যানিক অ্যাটাকের মতো অভিজ্ঞতা, অনিয়মিত হৃদস্পন্দন , ঘুমের ব্যাঘাত, সহ একাধিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কিছু গুরুতর অসুস্থতার লক্ষণও দেখা গিয়েছে"।

আরো পড়ুন : দৈনিক সংক্রমণ নামল দেড় হাজারে, গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩১

গবেষণায় আরও দেখা গিয়েছে যে সাত দিন বা তার বেশি সময় ধরে যে সকল রোগী হাসপাতালে ভর্তি ছিলেন তাদের তুলনায় যাদের মধ্যে কোভিডের উপসর্গ সেভাবে দেখা যায় নি তারা অনেকে বেশি বিষণ্নতা এবং উদ্বেগের সমস্যায় ভুগছেন। ডাক্তার ভেঙ্কটেশ বাবু বলেন,লং কোভিডে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যকর খাওয়া, সেই সঙ্গে রুটিন মাফিক ব্যায়াম, সঙ্গে ক্রনিক রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং মাঝে মধ্যেই রুটিন চেকআপ একান্ত ভাবেই প্রয়োজন।

অনলাইন কাউন্সেলিং প্ল্যাটফর্ম YourDOST-এর চিফ সাইকোলজি অফিসার ডাঃ জিনি কে গোপীনাথ বলেন, সামাজিক দুরত্ব, একাকীত্ব, হাসপাতালে ভর্তির পরেও আইশোলেশন ইত্যাদি বিষয়গুলি রোগীদের মধ্যে গভীর প্রভাব ফেলছে। এমনকী তারা সুস্থতার পরেও সেগুলি তাদের মধ্যে প্রভাব ফেলছে। তিনি বলেন সুস্থ হয়ে ওঠার পরেও অনেকের মধ্যে লং কোভিডের একাধিক উপসর্গ দেখা যাচ্ছে। সেই সঙ্গে অনেকের মধ্যেই যেটা দেখা দিচ্ছে তা হল, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) এর লক্ষণ দেখা দিয়েছে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক দিন থেকে দাবি করেছেন, কোভিড কালীন নানাবিধ বিষয় যেমন ওষুধের আকাল, চিকিৎসা পরিষেবার ঘাটতি মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। যা কোভিডের পরেও রোগীদের মধ্যে প্রভাব ফেলছে।

Read story in English

Advertisment