/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/ie-vlogger-raped.jpg)
ঝাড়খণ্ডের দুমকায় যেখানে একজন স্প্যানিশ নাগরিককে গণধর্ষণ করা হয়েছে সেখানে পুলিশের একটি দল। (পিটিআই/ফাইল)
ঝাড়খণ্ডের দুমকায় 'স্প্যানিশ মহিলা ট্রাভেল ভ্লগারকে' গণধর্ষণের ঘটনায় কার্যত ঝড় উঠে দেশজুড়ে। স্বামীর সঙ্গে ঘুরতে এসে মর্মান্তিক অভিজ্ঞতার মুখে পড়তে হয় ওই মহিলাকে। এই ঘটনার নিন্দার মুখ খুলেছেন সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষজন।
১ লা মার্চ ঝাড়খণ্ডের দুমকায় যৌন নির্যাতনের শিকার হন ওই স্প্যানিশ মহিলা ট্রাভেল ভ্লগার। পুলিশের কাছে অভিযোগে স্প্যানিশ ওই ট্রাভেল ভ্লগার মহিলা সেদিনের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন আড়াই ঘণ্টা ধরে তার উপর চলে নারকীয় অত্যাচার। এফআইআরে এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা।
ঘটনাটি ঘটে যখন ওই মহিলা এবং তার স্বামী মেইন রোড থেকে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি জঙ্গলে রাত কাটানোর জন্য তাঁবু ফেলেন। ২রা মার্চ সকালে কমিউনিটি হেলথ সেন্টারে মহিলা ও তার স্বামীর বয়ান রেকর্ড করা হয়েছিল এবং IPC 376D (গণধর্ষণ) এবং 395 (ডাকাতি) ধারার অধীনে একটি এফআইআর দায়ের করে পুলিশ।
এফআইআরে বলা হয়েছে যে প্রথমে তিনজন তার স্বামীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে পায়ে পায়ে দিয়ে ঝগড়া শুরু করেন। সেই সময় তাকে হেনস্থা করা হয়। তিনি অভিযোগ করেছেন যে অন্য চারজন দলে ছিল তারা জোর করে ছুরি দেখিয়ে সেই স্থান থেকে মহিলা অন্যত্র তুলে নিয়ে যায়। মহিলাকে মাটিতে ফেলে লাথি, ঘুষি মারার পাশাপাশি সাতজনই মহিলার উপর পাশবিক অত্যাচার চালান।
জানা গিয়েছে দম্পতি মোটরবাইকে করে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন এবং গত বছরের জুলাইয়ের মাঝামাঝি পাকিস্তান থেকে ভারতে আসেন তাঁরা। এফআইআরে বলা হয়েছে যে দু’সপ্তাহ আগে, দম্পতি শ্রীলঙ্কায় অল্প সময় কাটিয়ে ভারতে পুনরায় ঘুরতে আসেন।
এফআইআর-অনুসারে ধর্ষণের পাশাপাশি সাতজন তাদের কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। এদিকে এই ঘটনার পর দুমকা পুলিশ একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে, এই ঘটনায় সকল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বিভীষিকাময় "তিন ঘন্টা"! যে সময় "মৃত্যুকে খুব কাছে" দেখেছিলেন ওই মহিলা ট্রাভেল ভ্লগার। বুধবার ইউটিউব চ্যানেল ওই মহিলা এক ভিডিও আপলোড করেন এবং অগ্নিপরীক্ষা বর্ণনা করেছেন। ৫৯ মিনিটের ভিডিওটিতে প্রতি মুহূর্তে তাঁর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের চূড়ান্ত নৃশংসতাকে তুলে ধরেছেন তিনি। দম্পতি ভিডিওতে বলেছেন, “আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। দুর্ভাগ্যের মুখে পড়েও আমাদের অবশ্যই জানতে হবে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে, আরও শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।"
ঘটনার কথা স্মরণ করে ৬৩ বছর বয়সী ওই মহিলার স্বামী বলেন, অভিযুক্তরা তাকে বেশ কয়েকবার ঘুষি মেরেছে এবং ছুরি দেখিয়ে তাকে বন্দী করে রেখেছিল। দম্পতি হাসপাতালে ভয়ঙ্কর চেহারার কথাও তাদের ভিডিওতে তুলে ধরে বলেন, 'চেকআপের পর তাদের একটি ঘরে পাঠানো হয়। যেখানে মশা ভর্তি এবং জানালা ভাঙা! তারা বলেছেন, আসলেই জানতাম না কী ঘটছে… পুলিশ যদি ঘটনাকে গুরুত্ব সহকারে না নেয় তাই সব কিছুকে রেকর্ড করার সিদ্ধান্ত নেন বলেও ওই দম্পতি ভিডিওতে জানিয়েছেন।
৪০০ পার হবে না বিজেপির, কেন?- Mallikarjun Kharge: মোদীর ৪০০ পারের বিরাট দাবি, তুড়ি মেরে উড়িয়ে দিল কংগ্রেস, রাষ্ট্রপতিকে অপমানের বড় অভিযোগ