Advertisment

রামচন্দ্র 'বহুজন' সমাজের প্রতিনিধি, আমিষভোজী ছিলেন তিনি….! তোলপাড় ফেলা মন্তব্য, বিজেপির হুঁশিয়ারি

আওয়াদের এই মন্তব্যের পরই বিজেপি তাকে নিশানা করে বলেছে, 'তিনি কোটি কোটি রাম ভক্তদের আবেগকে অসম্মান করেছেন'।

author-image
IE Bangla Web Desk
New Update
Maha Vikas Aghadi, mva government, Nationalist Congress Party (NCP), Jitendra Awhad, Mumbai news, Mumbai, Maharashtra news, Indian express news

রামচন্দ্র 'বহুজন' সমাজের প্রতিনিধি, আমিষভোজী ছিলেন তিনি....! তোলপাড় ফেলা মন্তব্য, বিজেপির হুঁশিয়ারি

শরদ পাওয়ার গোষ্ঠীর (NCP) বিধায়ক জিতেন্দ্র আওহাদ ভগবান রামকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছেন। বুধবার (৩ জানুয়ারি) দলীয় নেতাদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন জিতেন্দ্র আওহাদ। এর পর দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। তিনি বলেছিলেন যে "১৪ বছর ধরে ভগবান শ্রী রাম চন্দ্র বনবাসে ছিলেন। সেখানে তিনি নিরামিষ খাবার কোথায় পাবেন? ভগবান শ্রীরাম নিরামিষাশী ছিলেন না তিনি আমিষভোজী ছিলেন"।

Advertisment

জিতেন্দ্র আওহাদের বিতর্কিত বক্তব্যের জেরে 'আক্রমণাত্মক' হয়ে ওঠেন অজিত পাওয়ার গোষ্ঠী। ভগবান রামের ছবি নিয়ে আরতি করতে করতে আওহাদের বাড়িতে পৌঁছে যান অজিত পাওয়ার গোষ্ঠীর সমর্থকরা। এদিকে, বিজেপি নেতা রাম কদম বলেছেন যে তিনি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই মর্মে আওয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন।

ওবিসি ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেছেন শরদ পাওয়ার গোষ্ঠীর (NCP) বিধায়ক জিতেন্দ্র আওহাদ। এর সঙ্গে তিনি এনসিপিতে বিভাজন নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিশানা করেন। তিনি বলেন, ২০১৯ সালে 'বিদ্রোহের' পরে অজিত পাওয়ারকে উপ মুখ্যমন্ত্রী করা এনসিপির সবচেয়ে বড় ভুল ছিল। এনসিপি বিধায়ক আরও বলেছেন, যে গান্ধীজির হত্যার পরে আরএসএসকে 'নিষিদ্ধ' করা হয়েছিল এবং গোলওয়ালকর সেই নিষেধাজ্ঞার বিষয়ে একটি চিঠি লিখেছিলেন, এর সঙ্গে তিনি বলেছিলেন যে গান্ধীজি, নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদের মধ্যে কোনও পার্থক্য ছিল না'।

ভগবান রামকে নিয়ে কী বললেন জিতেন্দ্র আওয়াদ? 

রামচন্দ্র নিরামিশাষী ছিলেন না। তিনি আমিষ ভক্ষণ করতেন। ১৪ বছর বনবাসে ছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। তা একেবারেই সঠিক নয়। এমনই মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াদ। এনসিপি নেতা বলেন, 'রামচন্দ্র ১৪ বছর বনবাসে ছিলেন। বনে থেকে কেউ ১৪ বছর নিরামিষ খেয়ে জীবনযাপন করতে পারেন না। রামচন্দ্র 'বহুজন' সমাজের প্রতিনিধিত্ব করতেন। তিনি নিরামিষ ভক্ষণ করতেন না বলে দাবি করেন এনসিপি নেতা। তিনি বলেন আরও বলেন, 'যে যাই বলুক না কেন, সত্যিটা হলো গান্ধী ও নেহরুর কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি আরও বলেন, গান্ধীজির হত্যার আসল কারণ ছিল জাতপাত'।

আওহাদের বিবৃতি এমন এক সময়ে আসে যখন ক্ষমতাসীন বিজেপি বিধায়ক রাম কদম মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ২২শে জানুয়ারি 'ড্রাই ডে' ঘোষণার দাবি জানান। যেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হবে সেই দিন একদিনের জন্য আমিষ নিষিদ্ধর দাবিও জানানো হয়। আওয়াদের এই মন্তব্যের পরই বিজেপি তাকে নিশানা করে বলেছে, 'তিনি কোটি কোটি রাম ভক্তদের আবেগকে অসম্মান করেছেন'।

Maha Vikas Aghadi, mva government, Nationalist Congress Party (NCP), Jitendra Awhad, Mumbai news, Mumbai, Maharashtra news, Indian express news
এনসিপি বিধায়ক জিতেন্দ্র আওহাদ
Ram Temple
Advertisment