‘লাভ জিহাদ’ রুখতে এবার বড়সড় পদক্ষেপের পথে হাঁটছে মধ্য়প্রদেশ সরকার। শীঘ্রই সে রাজ্য়ের বিধানসভায় ‘লাভ জিহাদ বিল’ আনা হবে। এই অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের কথা উল্লেখ রয়েছে বিলে। জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু করা যাবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
‘লাভ জিহাদ’ রুখতে নতুন আইন প্রণয়নের ব্য়াপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এর আগে, ‘লাভ জিহাদ’ রুখতে আইন আনার কথা ভেবেছে হরিয়ানা সরকারও। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছিলেন, ‘‘হরিয়ানায় লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার কথা ভাবছি’’। প্রসঙ্গত, কয়েকদিন আগে ফরিদাবাদে প্রকাশ্য়ে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে যায়। এ ঘটনায় বছর একুশের তৌসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তরুণীর পরিবারের দাবি, বিয়ে করার জন্য় চাপ দিত তৌসিফ। ২ বছর আগে ওই তরুণীকে তৌসিফ অপহরণ করেছিল বলেও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: ভয়ঙ্কর! তন্ত্রসাধনা করতে ধর্ষণ-খুনের পর শিশুকন্য়ার লিভার কাটল অভিযুক্তরা
জৌনপুরে এক সভায় উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেছিলেন, ‘‘এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য় ধর্ম বদলের প্রয়োজন নেই। লাভ জিহাদ রুখতে কাজ করবে সরকার, আমরা আইন প্রণয়ন করব’’।
লাভ জিহাদ নিয়ে কড়া অবস্থানের কথা ঘোষণা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনি জানিয়েছিলেন, সরকার লাভ জিহাদের নামে ধর্মান্তকরণ রুখতে কড়া পদক্ষেপ করবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং পর্যটন মন্ত্রী সি টি রবি জানিয়েছিলেন, লাভ জিহাদ রুখতে কড়া আইন আনার কথা ভাবছে কর্ণাটক সরকার।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন