মাসের শুরুতেই স্বস্তির খবর। শনিবার থেকেই দাম কমছে রান্নার গ্যাসের। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন, দু'ধরনের গ্যাসেরই দাম কমানোর সিদ্ধন্ত নিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
৬ মাস ধরে একটানা দাম বাড়ছিল রান্নার গ্যাসের। পয়লা ডিসেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পেল মধ্যবিত্ত।
ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারে ৬টাকা ৫২ পয়সা দাম কমেছে। ভর্তুকিযুক্ত সিলিন্ডারে দাম কমেছে ১৩৩ টাকা।
আরও পড়ুন, ‘পেট্রোল জাম্প’ কী? কেনই বা হতাশ আমূল কন্যা?
গত মাসে দিন দশেকের ব্যবধানে দু'বার দাম বেড়েছিল রান্নার গ্যাসের, যার জেরে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়িয়ে ছিল ৯৭২ টাকা। অন্য দিকে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের জন্য গ্রাহককে খরচ করতে হচ্ছিল ৫১০ টাকা। তবে সিলিন্ডার নেওয়ার সময় সিলিন্ডারের জন্যও ৯৭২ টাকাই দিতে হচ্ছিল। পরে অবশ্য ভর্তুকির টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। এ বার থেকে কম-বেশি ৫০৩ টাকা (আনুষঙ্গিক করও কমবে) দিয়েই ভর্তুকির সিলিন্ডার পাবেন গ্রাহকরা। ভর্তুকিহীন সিলিন্ডার পিছু দিতে হবে ৮৪২ টাকা।
সাধারণত আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যের ওপর অনেকটাই নির্ভর করে এলপিজি সিলিন্ডারের দাম। গত আট মাসের মধ্যে শনিবারই দেশ জুড়ে সবচেয়ে সস্তা পেট্রোল। ডিজেলও সবচেয়ে সস্তা হয়েছে বিগত তিন মাসের মধ্যে।
আজ থেকে নয়াদিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হতে চলেছে ৫০০.৯০ টাকা, একটি বিবৃতিতে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ভর্তুকিহীন গ্যাসের দাম রাজধানীতে ৯৪২.৫০ টাকা থেকে কমে ৮০৯.৫০ টাকা হল।