বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ল ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম।

এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ল ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের বাড়ল ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম।

ফের বাড়ল ভর্তুকিহীন সিলিন্ডারের দাম। এবার এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ল ভর্তুকিহীন সিলিন্ডারের দাম। বুধবার থেকে কার্যকর হল বর্ধিত দাম। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের বর্ধিত দাম হল ৮৯৬ টাকা।

Advertisment

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল-এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুশারে, ডিসেম্বরের শুরুতেই এক লাফে দাম বেড়েছিল ভর্তুকিবিহীন সিলিন্ডারের। ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে বর্তমানে ৮৫৮ টাকা। ৭১৪ টাকা থেকে ১৪৪.৫০ টাকা বেড়েছে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম।

publive-image বুধবার থেকে কার্যকর হল বর্ধিত দাম

Advertisment

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। প্রতি মাসেই গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে ভর্তুকির পরিমাণেও বদল ঘটে। কেন্দ্রীয় সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে তাকে। তার বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভর্তুকি গ্রাহকেরা পান না। সেই ভর্তুকিহীন রান্নার গ্যাসেরই এবার দাম বাড়ল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news