বর্ষবরণের আনন্দে মাতোয়ারা আপামোর দেশবাসী। নতুন বছরের আনন্দের মাঝে আরও দামি হতে চলেছে বিরিয়ানি-চাপ। মূল্যবৃদ্ধি ইস্যুতে বড় ধাক্কা। সরকারি তেল কোম্পানিগুলি ১ জানুয়ারী, ২০২৩-এ গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হলেও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম বাড়ানো হয়নি। আজ, থেকেই রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। চলুন জেনে নিই বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম।নতুন বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৩, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ২৫ টাকা। একই সঙ্গে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামেও কোন পরিবর্তন আনা হয়নি। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় রেস্তোরাঁ, হোটেল ইত্যাদির খাবার দামি হওয়ার আশঙ্কা। নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে।
জেনে নিন চারটি বড় শহরে কত দামে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে-
দিল্লি - সিলিন্ডার প্রতি ১৭৬৯ টাকা
মুম্বাই - সিলিন্ডার প্রতি ১৭২১ টাকা
কলকাতা - সিলিন্ডার প্রতি ১৮৭০ টাকা
চেন্নাই - সিলিন্ডার প্রতি ১৯১৭ টাকা
জেনে নিন চারটি মহানগরে কত দামে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে-
দিল্লি - প্রতি সিলিন্ডার ১০৫৩ টাকা
মুম্বাই - প্রতি সিলিন্ডার ১০৫২.৫০ টাকা
কলকাতা - প্রতি সিলিন্ডার ১০৭৯ টাকা
চেন্নাই - প্রতি সিলিন্ডার ১০৬৮ টাকা
আপনাদের জানিয়ে রাখি, দেশে দীর্ঘদিন ধরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি। সর্বশেষ পরিবর্তনটি জুলাই, ২০২২-এ করা হয়েছিল, যখন তেল কোম্পানিগুলি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছিল।