দেশব্যাপী করোনার সংক্রমণবৃদ্ধির মধ্যেই সাংসদদের উদ্বেগ বাড়ালেন লোকসভার অধ্যক্ষ। সংসদ সুত্রে খবর, কোভিড সংক্রমিত নিম্নকক্ষের অধ্যক্ষ ওম বিড়লা। গত ২০ মার্চ থেকে এইমস-এর কোভিড কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ছাড়িয়েছে দেশে সংক্রমিতের সংখ্যা। দেশে এখন মোট সংক্রমিত ১ কোটি ১৫ লক্ষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১১ লক্ষ নাগরিক। দৈনিক হিসেবে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র। সে রাজ্যে একদিনে সংক্রমিত ২৭.১২৬ জন। তারপরেই পাঞ্জাব, দৈনিক সংক্রমিত ২,৫৭৮।
জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৭ জনের। দেশে সংক্রমণে মোট মৃত ১ লক্ষ ৫৯ হাজার। মহারাষ্ট্রে একদিনে মৃত প্রায় ৯২ জন। স্বাস্থ্য মন্ত্রক সুত্রে খবর, এখন পর্যন্ত ৪ কোটি ৬৩ লক্ষ নাগরিকের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৬ লক্ষ নাগরিক।
এদিকে, লাফিয়ে বাড়ছে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৮৪৬ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৪ হাজার বেশি। একদিনে করোনা বৃদ্ধির এই হার গত নভেম্বরের পর সবচেয়ে বেশি। এ দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৯৯ হাজার ১৩০ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লক্ষ ৩০ হাজার ২৮৮ জন। বর্তমানে দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৮৭ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। মোট মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৫৯ হাজার ৭৫৫ জনের।
মহারাষ্ট্র, পাঞ্জাবে একদিনে করোনা বৃদ্ধির হার অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের হার ২৭ হাজা ১২৬ জন। পাঞ্জাবে ২ হাজার ৫৭৮ জন। করোনা রোধে মধ্যপ্রদেশের ভূপালে প্রতি রবিবার ইতিমধ্যেই লকডাউন জারি করা হয়েছে। রবিবাসরীয় লকডাউন লাগু রয়েছে ইন্নর, জবলপুরেও। ৩১ মার্চ পর্যন্ত এই তিন শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার।
এখনও পর্যন্ত দেশজুড়ে ৪,৬৩ কোটি টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘন্টায় টিকাকরণের হার ১৬ লক্ষ। গত তিন দিনে আট রাজ্য থেকে দেশে ১ লক্ষের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়ছে দিল্লি, কেরালার করোনা বৃদ্ধির হার নিয়েও। দেশের মোট আক্রান্তের ৭৬.২২ শতাংশ মহারাষ্ট্র, পাঞ্জাব ও কেরালা থেকে।